West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Sunday, May 19, 2019

ফেসবুক বলে কথা


এক্সিট পোলের দায়িত্ব ফেসবুক ইংক কে কি দেওয়া উচিত? তার তো শাখাও আছে? জিরো জিরো সেভেনে একটা সিনেমায় দেখিয়েছিল, মিডিয়া ব্যারন তথ্যের মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনছে। ভাবা যায়?

আর এতো ভীষন বৃহত্তম গনতন্ত্রের জীবনীশক্তির পরিচয়। যেন, মহাসাগরের নানা অধ্যায়ের জল বার বার আছড়ে পড়ছে ভারত ভূমিতে। সঙ্গে গ্রীষ্ম + মানুষের উত্তাপের পরিচয়। এটাও পরম প্রাপ্তি। রামায়ন মহাভারতের মত  এরো কয়েক কান্ড আছে। এ নিয়েও গোপন রিপোর্ট তৈরি হবে। একটা সিদ্ধান্তে আসা যাবে। প্রতিষেধক তৈরি হবে।

যাই হোক, লগারিদিম বলে একটা ব্যাপার আছে। তাতে পছন্দ অপছন্দ আছে। আমার পোলারাইসড মাথা, ডিসকোর্স, কমেন্ট, ছবি, আচরণের মাধ্যমে ধিরে ধিরে একটা সিদ্ধান্তেও আসা সম্ভব। আর সেই মতই আমার কাছে তথ্য আস্তে শুরু করে। আমার মোবাইলে শব্দ ছবিও রেকর্ড হয়। ডেটা তৈরি হয়। বাদ দিন এসব জটিলতা।
ফিরে আসি,
বৈঞ্জানিক দৃষ্টিকোণে, ডুবে যাই জ্যোতিষ শাস্ত্রীয় এক্সীট পোল ক্যারিষ্মা তে। আর দুদে ভাতে আমি ভাবি, প্রধাণমন্ত্রী, থাকুন না, বদ্রিনাথে, অসুবিধে কই? দেশ তথা আমাদের কথাই ভাবছেন নিশ্চয়। ভোট নির্বাচন এসব তো আসবে যাবে। কিন্তু ২৩ শে মে কাশ্মীর। যদি কিছু একটা ঘটে যায় তখন?
বাদ দিন। আমি ভাবছি ওখানে দু একটা বোমা টোমা বা আল পটকা গুলি। কিস্যু এসে যায় না দেশের। আমি ভাবছি গুলির বোর নিয়ে। সাইজ নিয়ে। যদি একটু ছোট হয় মন্দ কি? বোরে ধরবে অনেক। দূরত্ব গতিবেগ টাও মন্দ হবে না?
আসলে এসবি কথার কথা। গুরুত্ত্ব দেবেন না।

আমি ভাবছি আন্তর্জাতিক মিডিয়া বলতে যে তামাম সংবাদপত্র ও চ্যানেলের যুযুধান প্রশ্নকর্তা, তাদের  কথা। তারা আমাদের কাছে কি কি প্রশ্ন ছুড়ে দেবেন? আমরা কি গুরুত্ত্ব দেব?
মানে
১. যে যে আন্তর্জাতিক সংস্থা, য্যামন হু, অাই এল ও র মত সংস্থ্যা তাদের কিথা কি ভেবে দ্যাখার নয়?
২. ভোট পরবর্তী মুদ্রাস্ফিতি, তেলে বা শেয়ারের দামে কি এক্সিট পোল প্রভাব ফেলবে? তাতে দেশের আমার তোমার কি আসে যায়?
আশা করি ইন্টেলিজেন্স ফ্যাক্টর আবারো কাজ করবে।
আসলে বাঙালী যতই না উত্তরের ডাল মিশিয়ে খেতে ভালোবাসে, তার চেয়ে মাথা না চিবোলে যেন  শান্তি নেই। মাছের মাথা। ওটি চিবিয়েই তো শতাব্দীর গল্প তরান্বিত হয়।
অনুশোচনা রইলো, ব্রেভ হার্ট সিনেমাটা বাঙলায় অাজো দেখা হলো না।
(ছবি  টি নেট থেকে)

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই