West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Saturday, April 4, 2020


আরেকবার প্রমাণিত হোক, জাগতিক ও পার্থিব লাভক্ষতির উর্ধ্বে ভারতবর্ষ আদি অকৃত্রিম চিরন্তন সনাতন।
এখন বৈজ্ঞানিক পথ্য বা অন্যান্য কিছু বিবেচ্য নয়, আমাদের তো এই পথ চলাতেই আনন্দ হয়।
দেশপ্রধান বলেছেন, তবে আগামীকাল অভূক্ত থেকেই দীপ জ্বাললে ভাল হত। এমন পালন হলেই খুব ভাল হয়।
কারণ আর কিছুই না
শীতলা পুজো, বাসন্তী পুজো,  রামনবমী ইত্যাদি পালন না করার জন্য বিশাল বৃহৎ অংশ মর্মাহত। তাই বিশ্বাস, ধার্মিক বিশ্বাস হিসেবে, এটা অবশ্যই রামবাণ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
আর যাদের ভেন্টিলেটর লাগবে, তাদের বলুন গে যান, ভেন্টিলেশনেই ছিলাম ও আছি। উদ্ধার হবার প্রসেসিং এ আছি। শুধু ন্যাচারোপ্যাথি প্রক্রিয়া টা আরেক টু চলা দরকার।
এ মাসে ইসরোর স্যাটেলাইট পাঠানোর কথা ছিল না? নতুন বছরের বাংলা ক্যালেন্ডার ও তো দরকার? কোথায় পাই বলুন তো?
এ বারের পঞ্জিকায় কি ছাপা আছে, ২০২১ সেও শিক্ষা ব্যবস্থায় চাপ পড়বে। বা কারা যেন নতুন করে আন্দোলনে নামবেন। চৈত্র সেল?
"এ বার মা আসছেন ঘোটকে বা ঘোড়ায় চেপে। দশমীর দিন তিনি ফিরেও যাচ্ছেন ঘোড়ায় চেপে। অর্থাৎ এই বছরে দেবীর আগমন ও গমন ঘোটকে। পণ্ডিতরা বলছেন, ঘোড়ায় আগমন ও গমন মোটেই শুভ নয়। ঘোড়া ছটফটে প্রাণী। সে যখন যায়, সব কিছু ছত্রভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। তাই দেবীর ঘোটকে আগমন ও গমনে প্রমাদ গুনছেন শাস্ত্রজ্ঞরা। এতে ফসল নষ্ট হওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও খরা হতে পারে। দেখা দিতে পারে মহামারী ও রাজনৈতিক অস্থিরতা।"যাই হোক,ভারতীয় চিনা প্রোডাক্ট ইন্সটলেশন হাব গুলোর সুরক্ষার দায়িত্বই বা কে নেবে? কার চাকরি থাকবে? কার কত টাকা শেয়ারে ডুবলো? কত ডুবলো? কোত্থেকে এত মূলধন জোগান হবে? লাইফেরই যা হাল, টাকা তো মায়া হয়ে যাবে। ডি এ, বোনাস আকাশে কুসুমিত হবে। আর ভাবা যাচ্ছে না?চাল ডাল দিয়ে কোটি কোটি দুস্থ কে সাহায্যদান দেখে যদি অর্ডিন্যান্স পাস হয়, কোটি কোটি ক্রোরপতি নেতা দের যদি ব্যাক্তিগত সম্পত্তি কেড়ে নেওয়া হয়? বা ভরসা না রাখতে পেরে যদি মিলিটারি শাষন শুরু হয়? বাপরে, থাক বাবা। তাচ্চে সুদূর অতীতেই বন্যা ও অপুষ্টি জনিত মৃত্যু v/s এই অতিমারির একটা টেবিল তৈরি করি।না কিস্যু হচ্ছে না।কিন্তু আজকে যে আবার কাশ্মীরে হামলা। দুদিন আগেই মাওবাদী ১৭ মিলিটারি মৃত্যু। কাবুলে আরেক।আমি কোন পথে যে চলি 🎶🎶একটি সুখের কথা, এ বছর মা দূর্গা যাবেন গজে।।

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই