বকখালি, সময়ে পেলেই ছুটটে চলে
যাব। সিয়ালদা সাউথ থেকে, সক্কাল সক্কাল ট্রেন, নামখানা ষ্টেশন। ভ্যানে করে হাতানিয়া
দোয়ানিয়া নদী, এরপর দুই মিনিটের নৌকা তারপর বাসে এক ঘণ্টা। এছাড়া এসপ্ল্যানেড থেকে
তো সহজেই যাওয়া যায়।
কি করলাম, প্রথমেই পছন্দ ও খরচ
মাথায় রেখে ঘর ভাড়া, তারপরেই সমুদ্রে। আনাজ কিনে রান্না করিয়ে নিলে দারুন লাগবে। যাই
করি, দাম খরচ আগেই কনফার্ম করি।
ভোরবেলায় সূর্যদয়, সমুদ্রের ধার ঘেঁসে ফ্রেজারগঞ্জ
পায়ে হেঁটে দারুন লাগল। বকখালি তে বিশালাক্ষীর মন্দির, ওয়াচ টাওয়ার, জম্বুদ্বিপ ভালই
লাগবে, এরম আরও আছে। ও হ্যাঁ, সকালের আনাজের সঙ্গে মাছ কিনেছিলেন? সন্ধে বেলায় মুড়ির সঙ্গে জমবে ভাল।