West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Monday, February 24, 2020

মন মানেই সুন্দর। সুন্দর, মনেতে বাস করে। সেই একটা মাত্র মন, এখানে সে ঘর করে। তারপর সুন্দর বড় হয়। সুজন থেকে তেতুল পাতায় সহস্র জন। হায় রে মন।  একটার পর একটা মন কে ঠাঁই দিতে দিতে, মন চায়, ঘর খাঁচা পাল্লা খুলে  উড়ি।
আর উড়তে গিয়ে দেখি কত আলো। কি ভালো। 

আলো। এবার ধরুন, আপনি একমুঠো আলো মনের ভেতরে ছুড়ে দিলেন। ফিরে এলো না। আবার ছুঁড়লেন, বার বার ছুঁড়লেন, ফিরে আসছে না। 

এতে সন্দেহ জাগে। অন্ধকার সব গ্রাস করে ন্যায় নি তো? নিচ্ছে না তো? বা আলো ভেবে মনের অন্ধকারে, নিজেই বাস করছি না তো? 

সন্দেহ হয়, আলোকপথের যাত্রী যারা, তাদের কেই অনুসরণ করছি তো? এটাও ভাবছি, অনুসরণ করা কতটা দরকার? হতেই পারে, নিজের পিছু নিতে গিয়ে, কিছু ভূল থেকেই যাচ্ছে। যা চিন্তা যোগাচ্ছে। 

আসলে, আমাদের আকাশ চির টা কাল রঙীন। রঙে রঙে মাতিয়ে দিতে চায়। ভাবনা টাও ত্যামন।
না আছে পাখির পালক। না আছে, তিষ্ঠানো। শুধুই দৌঁড়ানো। দৌঁড়তে থাকো। 


Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই