West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Thursday, January 22, 2015

বাণিজ্যে বসতে লক্ষ্মী


আগামী দিনে বাণিজ্যের এবং আপনার আমার আয়ের দিক নিয়েই কিছু কথা ভাবছিলামঅনেক বড় বড় কম্পানি গুলো তো রয়েছে মোটা আয়ের জন্য, কিম্বা লস ও করতে পারেসেটা তাদের ভাবনার কথা
 মোট কথা বাজার দরের সঙ্গে সঙ্গে আমাদের আয়ের সঙ্গতি সমান হবে নাকি ভাল বাড়বে, নাকি চেয়ে থাকতে হবে, সেটা ভবিষ্যতই বলতে পারে, এটা ঠিক না
 সরকার ডি এ বাড়াচ্ছে, মাইনে বাড়ছে, ক্রেতার সংখ্যাও হু হু করে বাড়ছেআগে যেখানে কোনও একটা অনুষ্ঠানে গুটি কয়েক দোকান থাকতো নির্দিষ্ট পণ্য নিয়ে,
সেখানে অনেক এখন অনেক অনেক বিক্রেতালাভের অংশ টা ছড়িয়ে পড়ছে, এটা ভাল দিক বলেই মনেই হয়,
কারন ক্রেতার পছন্দের ও দামের ক্ষেত্রে আরও  ভ্যারাইটি পাওয়ার সুযোগ বেড়ে যাচ্ছে এটাও সত্যি কথা
 যেটা ভয়ের কথা, সেটা আউট পুট নিয়েক্রেতা বিক্রেতা দুজনেই এক দেশের, মাঝখানে একটা বড় গ্যাপসেটা পূরণ করছে, বাইরের দেশের উৎপাদিত পণ্যতা আপনি হাস্লেও,
সেটা চাইনিস পণ্য বলুন কিম্বা নানা দেশের কম্পিউটার, টিভি, ফ্রিজ, মোবাইল, আরও বড় মুল্যের উৎপাদন সক্ষম মেশিন সবই  দেশেই সম্ভব
এস এম ইর মাধ্যমে একটা চেন যা দেশ তৈরি ক্রবে
 তাহলে কি বিদেশি পন্নের স্বাদ নেব না? হক কথাএক দেশের পণ্য অন্য দেশ টেস্ট করবেই, আর করছেও তো সেই আদি ও অনন্ত কাল থেকেতাহলেতাহলে ব্যাপার টা হল পুনরায় শর্ত আরোপ হোক এক দেশের সঙ্গে আরেক দেশের, যাতে দুই দেশ ই সমান আন্তর্জাতিক দামে, পন্নের আমদানি ও রপ্তানি তে ভারসাম্য রাখতে পারে
 এই ভারসাম্যের ব্যাপার টা যত শীঘ্র হয় ততই মঙ্গল, আর উৎপাদন টা অর্থকরি হওয়াটা যে কি ভয়ঙ্কর ভাবে উন্নত দেশ গুলো তে প্রয়োজন তা না বল্লেও চলে
 এতে আয়ের একটা বিশাল অঙ্ক থেকে আমরা আসলে বঞ্চিত হচ্ছি আর এটা সত্যিবড় দেরি হয়ে গেছে
 একে অপরের গায়ে কাদা মাখি, আগে এটা ছিল নাঅন্তত আজকের মত তো নয়ইমাঝে মাঝে মনে হয়, উন্নত দেশ গুলি ও অলক্ষে হাসে আমাদের দেখেকি সে দিন ছিলযখন জাহাঙ্গীরের রাজ সভায়, ইংরেজ বনিক ঢুকে তার চক্ষুঃ ছানাবড়া হয়ে গেছিলবিশ্বাস রাখি পুরনো চাল ভাতে বাড়ে



Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই