সাধারণের বারণ কথাঃ
দেখছি, দেখবো, দেখছি না।
সময় করে উঠচি না,
বা সে ওঠাটাই হয়ে উঠছে না।
কি করবো বল? কাকে বলি বল।
কেন বলি বল। কি ভাবেই বা?
এ যেন রোজকার কথা,
ভোর হয়ে টয়ে,
পরিষ্কার কথা,
বলা টয়া সে, পুরনো ব্যাথা,
বলছি, কোথা?
ভূল ভাবে সাজ, খুঁজে চলি কাজ,
অকাজের সীমানা, দন্ডি গন্ডি পেরিয়ে কামনা,
আজ, অস্থীর কথা,
কামনাবাসনা মৃত্যু মাতা,
দেশ বড় না, ব্যাক্তি?
কোন সে অভিব্যাক্তি,
নমস্কার এ যে, অাজ, কথার কথা।
দেখছি, দেখবো, দেখছি না।
সময় করে উঠচি না,
বা সে ওঠাটাই হয়ে উঠছে না।
কি করবো বল? কাকে বলি বল।
কেন বলি বল। কি ভাবেই বা?
এ যেন রোজকার কথা,
ভোর হয়ে টয়ে,
পরিষ্কার কথা,
বলা টয়া সে, পুরনো ব্যাথা,
বলছি, কোথা?
ভূল ভাবে সাজ, খুঁজে চলি কাজ,
অকাজের সীমানা, দন্ডি গন্ডি পেরিয়ে কামনা,
আজ, অস্থীর কথা,
কামনাবাসনা মৃত্যু মাতা,
দেশ বড় না, ব্যাক্তি?
কোন সে অভিব্যাক্তি,
নমস্কার এ যে, অাজ, কথার কথা।