হাসি হাসি কত যে, সুখ।
সাজের সময়, এটাই হয়,
বিশ্বাস করি, আমরা সবাই, আমাদেরই লোক।
কিন্তু, প্লিজ, বৃথা হোক এ কম, বেশি মন ক্যামন ব্যাথা না।
এ সবাই আপন, সজন। তবু, প্রশ্ন উত্তরে, বৈচিত্র্যময় ভূবনসোম। এই দ্যাখো না।
(ক) ক্যামন আছেন?
উঃ ১. ওই চলছে আরকি? (অার্থিক, আপিসিক বা সাংসারিক অনটন, বা লুকোচ্ছে অনেক এটাও হতে পারে, কথা চললে, ভালো মন্দ বেরিয়েও আস্তে পারে।)
২. ভালো। (হেব্বি বুদ্ধিমান টাইপ, সব কিছু তেই না জানি কি একটা সংযত ভাব।)
৩. আগে আপনি বলুন, ক্যামন আছেন? (ইনি খেলতে, খেলাতে ভালোবাসেন বা সুবিধের অবস্থানে। বা পাড়া পড়ষীর খবর নিয়ে, বাড়িতে মুচমুচে খবর বলতে ভালোবাসেন, হতেই পারে, স্রেফ অভিনয়, কত্ত এমন হয়)
৪. খাবারে কামড় দিয়ে, তা মন্দ নয়। (বোঝাই যাচ্ছে, খেতে ভালোবাসেন, আপনাকেও অফার করবেন কিনা, সেটা ওনার পরের স্টেপ বলে দেবে, ধৈর্য্য ধরুন না, সেটাও আজকাল বলতে হয়)
৫. আপনার আশীর্বাদে, ভালোই আছি। (মন্দ নয়, সাতে পাচে থাকেন না, মনে হতেই পারে, দুষ্টু মনে হয়তো বললেন, ভালোই তো গুছিয়ে নিলি)
৬. সময় টা ভালো যাচ্ছে না, হে! (ব্যাস, আপনার দূর্বলতা শুরু হয়। সত্যি কিনা পরখ করতে, আরো দু চার কথা, এগোতেই হয়, ওতেই ছোট্ট কোনো মনের জায়গায়, কোটি প্রশ্নের একটা উত্তর পাওয়া, সেটাও কম কথা নয়)
৭. মিচকে হাসি ঝুলিয়ে, নাকি সুরে, হেঁ হেঁ। (ভারি ডেঞ্জারাস, বা নেহাতি নরম শান্তি সুখে, তাই কথাটা এগোনো দরকার না দরকার নয়?)
৮. বা, ওই আরকি? (এ জিনিশ, ভেতরে ভেতরে কি যে ঘোটালা পাকাচ্ছে বা জীবন সম্বন্ধে উদাসীন। হতে পারে না, বলুন, কত কি হয়?
৯. বা গম্ভীর ভাবে, নিজের টা বলুন। (খুব চটে আছে, আপনার উপর বা জীবন বড্ড পিড়া দিয়েছে, বা একলা হলে কাঁদে।)
১০. সরাসরি উত্তর না দিয়ে, বিছুটি মুখে, ভালোই তো দিলেন সেদিন! 😐😠😀😁😂
এ সব ধরনের বিচিত্র থেকে আরও বিচিত্রপূর্ণ উত্তরে সেদিন আসবে, সাবলীল ভঙ্গিমায় বা বিপরীত অসম্ভব উওরেও যে পারদর্শীতা দেখানো যায়, সেদিন অামি আপনি লেখক, কোয়ালিটি নাগরিক (৫ বছর আগেও বলেছি), উপভোক্তা বা রাজনৈতিক বক্তা কিম্বা একজন সফল সাংবাদিকও হওয়া যায়।
হত্যা সংগঠিত হচ্ছে। ধিরে ধিরে। চুরি চলছেই ভাবের ঘরে। এ ভাবেই কিছু জাতীয় চ্যানেলের সাংবাদিক কাজ ছেড়ে দিচ্ছে। হয়তো ধিরে ধিরে বড় বিপরীত, চুম্বক দন্ডে পরিনত হবার অপেক্ষায়।
ম্যাগ সায়সায় পাওয়া আমাদের সেই মহাশ্বেতা দেবী কে নিয়েও এতো হই হই হয়নি।
ভূপেন হাজারিকার সেই হুম হুম গান, কেনা শোনেনি? হয়তো, তাঁর সেই মোটা চশমা পরা লোকটা। এদের সঙ্গে পুরুলিয়া মিশিয়ে, মুনশিয়ানার তো কাল্টো হতে পারতো?
কেন হয়নি?
আন্তর্জাতিক আন্তরিকতার স্বাদ পাইনি নি, তাই হয় নি। সোজা হিসেব।
কিন্তু এ সেই বাজার, আর গোটা কয়েক বাংলা পত্রিকাই শুধু সেদিন, পাশে ছিল। কিন্তু, যতটা রভিশ কুমার কে নিয়ে হচ্ছে। সবি, ডিজিটাল। কোটি কোটি গ্রামের মানুষ, ক'জন ই বা জানে?
তবে, বাংলার খবর করা লোকে রা জানে। ভালোই জানে, শোনে। তাই, প্রো ব্যাপার টা বুঝে, ফ্যাশনাল কথাই শুনতে ভালো লাগে। বা লাগাতে হয়, বলে। চালিয়েই চলে। চলুক, চলুক না। মন্দ না।
এবার, মন কে বলি, কিরে তা সব ভালো তো? নিজেই উত্তর দি, নারে
১. নাহঃ মন টা বড্ড হাক পাক করে।
২. একটু তেই উথালি পাথালি, আমি কোন পথে যে চলি, মনে হয় যেন বলি, সব বুঝে টুঝে ফেলেছি।
পরে মনে লাগে, কি একটা যেন বড় ভূল করে ফেলছি।
এতগুলো সাংবাদিক স্যাক, কাজ ছেড়ে দিল, উত্তর পাচ্ছে না, যদি আলাদা শক্তিশালি মিডিয়া তৈরি করে? তার চে, ভালো হত না, এরা সবাই যে যার এসে গেল, ওপেন টু অল, সব্বাএর সামনে,
আমি কী, ক্যামন,কত টা, কিভাবে একটু একটু করে বুঝিয়ে দেওয়া গেল। কোনো অন্যায় তো নয়। তালে কিসের কী? সামনে এসে, হোয়ে যাক না এস্পার ওস্পার আমনা সামনা।
সাজের সময়, এটাই হয়,
বিশ্বাস করি, আমরা সবাই, আমাদেরই লোক।
কিন্তু, প্লিজ, বৃথা হোক এ কম, বেশি মন ক্যামন ব্যাথা না।
এ সবাই আপন, সজন। তবু, প্রশ্ন উত্তরে, বৈচিত্র্যময় ভূবনসোম। এই দ্যাখো না।
(ক) ক্যামন আছেন?
উঃ ১. ওই চলছে আরকি? (অার্থিক, আপিসিক বা সাংসারিক অনটন, বা লুকোচ্ছে অনেক এটাও হতে পারে, কথা চললে, ভালো মন্দ বেরিয়েও আস্তে পারে।)
২. ভালো। (হেব্বি বুদ্ধিমান টাইপ, সব কিছু তেই না জানি কি একটা সংযত ভাব।)
৩. আগে আপনি বলুন, ক্যামন আছেন? (ইনি খেলতে, খেলাতে ভালোবাসেন বা সুবিধের অবস্থানে। বা পাড়া পড়ষীর খবর নিয়ে, বাড়িতে মুচমুচে খবর বলতে ভালোবাসেন, হতেই পারে, স্রেফ অভিনয়, কত্ত এমন হয়)
৪. খাবারে কামড় দিয়ে, তা মন্দ নয়। (বোঝাই যাচ্ছে, খেতে ভালোবাসেন, আপনাকেও অফার করবেন কিনা, সেটা ওনার পরের স্টেপ বলে দেবে, ধৈর্য্য ধরুন না, সেটাও আজকাল বলতে হয়)
৫. আপনার আশীর্বাদে, ভালোই আছি। (মন্দ নয়, সাতে পাচে থাকেন না, মনে হতেই পারে, দুষ্টু মনে হয়তো বললেন, ভালোই তো গুছিয়ে নিলি)
৬. সময় টা ভালো যাচ্ছে না, হে! (ব্যাস, আপনার দূর্বলতা শুরু হয়। সত্যি কিনা পরখ করতে, আরো দু চার কথা, এগোতেই হয়, ওতেই ছোট্ট কোনো মনের জায়গায়, কোটি প্রশ্নের একটা উত্তর পাওয়া, সেটাও কম কথা নয়)
৭. মিচকে হাসি ঝুলিয়ে, নাকি সুরে, হেঁ হেঁ। (ভারি ডেঞ্জারাস, বা নেহাতি নরম শান্তি সুখে, তাই কথাটা এগোনো দরকার না দরকার নয়?)
৮. বা, ওই আরকি? (এ জিনিশ, ভেতরে ভেতরে কি যে ঘোটালা পাকাচ্ছে বা জীবন সম্বন্ধে উদাসীন। হতে পারে না, বলুন, কত কি হয়?
৯. বা গম্ভীর ভাবে, নিজের টা বলুন। (খুব চটে আছে, আপনার উপর বা জীবন বড্ড পিড়া দিয়েছে, বা একলা হলে কাঁদে।)
১০. সরাসরি উত্তর না দিয়ে, বিছুটি মুখে, ভালোই তো দিলেন সেদিন! 😐😠😀😁😂
এ সব ধরনের বিচিত্র থেকে আরও বিচিত্রপূর্ণ উত্তরে সেদিন আসবে, সাবলীল ভঙ্গিমায় বা বিপরীত অসম্ভব উওরেও যে পারদর্শীতা দেখানো যায়, সেদিন অামি আপনি লেখক, কোয়ালিটি নাগরিক (৫ বছর আগেও বলেছি), উপভোক্তা বা রাজনৈতিক বক্তা কিম্বা একজন সফল সাংবাদিকও হওয়া যায়।
হত্যা সংগঠিত হচ্ছে। ধিরে ধিরে। চুরি চলছেই ভাবের ঘরে। এ ভাবেই কিছু জাতীয় চ্যানেলের সাংবাদিক কাজ ছেড়ে দিচ্ছে। হয়তো ধিরে ধিরে বড় বিপরীত, চুম্বক দন্ডে পরিনত হবার অপেক্ষায়।
ম্যাগ সায়সায় পাওয়া আমাদের সেই মহাশ্বেতা দেবী কে নিয়েও এতো হই হই হয়নি।
ভূপেন হাজারিকার সেই হুম হুম গান, কেনা শোনেনি? হয়তো, তাঁর সেই মোটা চশমা পরা লোকটা। এদের সঙ্গে পুরুলিয়া মিশিয়ে, মুনশিয়ানার তো কাল্টো হতে পারতো?
কেন হয়নি?
আন্তর্জাতিক আন্তরিকতার স্বাদ পাইনি নি, তাই হয় নি। সোজা হিসেব।
কিন্তু এ সেই বাজার, আর গোটা কয়েক বাংলা পত্রিকাই শুধু সেদিন, পাশে ছিল। কিন্তু, যতটা রভিশ কুমার কে নিয়ে হচ্ছে। সবি, ডিজিটাল। কোটি কোটি গ্রামের মানুষ, ক'জন ই বা জানে?
তবে, বাংলার খবর করা লোকে রা জানে। ভালোই জানে, শোনে। তাই, প্রো ব্যাপার টা বুঝে, ফ্যাশনাল কথাই শুনতে ভালো লাগে। বা লাগাতে হয়, বলে। চালিয়েই চলে। চলুক, চলুক না। মন্দ না।
এবার, মন কে বলি, কিরে তা সব ভালো তো? নিজেই উত্তর দি, নারে
১. নাহঃ মন টা বড্ড হাক পাক করে।
২. একটু তেই উথালি পাথালি, আমি কোন পথে যে চলি, মনে হয় যেন বলি, সব বুঝে টুঝে ফেলেছি।
পরে মনে লাগে, কি একটা যেন বড় ভূল করে ফেলছি।
এতগুলো সাংবাদিক স্যাক, কাজ ছেড়ে দিল, উত্তর পাচ্ছে না, যদি আলাদা শক্তিশালি মিডিয়া তৈরি করে? তার চে, ভালো হত না, এরা সবাই যে যার এসে গেল, ওপেন টু অল, সব্বাএর সামনে,
আমি কী, ক্যামন,কত টা, কিভাবে একটু একটু করে বুঝিয়ে দেওয়া গেল। কোনো অন্যায় তো নয়। তালে কিসের কী? সামনে এসে, হোয়ে যাক না এস্পার ওস্পার আমনা সামনা।