ঢেউ-এর স্রোতেও পাড় ভাঙে,
ভাঙে সে পুজোয় পাওয়া প্রথম শাড়ি,
বা আড়ি টাও, যায় আসে না,
এ মাসে, ভাবুন না, যখন,
কারো হাড়ি চড়ে না, মান ভাঙে না?
স্রোত মনের ঢেউ যেন, ঈর্ষনীয়, লোভনীয়,
ও বা ওরা কারা, কেন, বোঝে না?
পেট, পাথুরে, শাড়ি ধাক্কা বারবার, কতবার, এ কেন,
মুক্ত হয়ে কেঁদে ওঠে না?
চিৎকার করে না, এ মন বলো না?
কই, কেউ তো সেই খবর করে না?
কেন? সে, অবিশ্রাম বর্ষায়, হায়,
আকাশে আগুন ঝলসায়?
ধায়, মনেতেও এতো বিদ্যুৎ, অসহ্যের মত
কত টা ব্যাপ্তি, অস্থীর মুহূর্ত।
বাড়িয়ে দায়িত্ব, মিথ্যে হয়তো,
আশীর্বাদ ছিল,
তবু এটাই সত্য, ধাঁধা লেগে এটাই হোলো,
পাড়ি দিয়ে হায়, পাড়ের অাঙিনায়,
অদূরেই আকাশছোঁয়া স্বপ্নের ছোঁয়ায়,
শতদল মেঘদূতের সন্ধান পেয়েছিল।