West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Sunday, March 22, 2020

এটা কে বলবে। যে, এটাই
জ্যান্ত মানুষের অফুরন্ত শেষ পর্যন্ত সাহসে, ভালবেসে, 
আর টিকে থাকার অপার উৎসাহের কপালে, জিতে যাওয়ার টিপ দিতেই হবে। 

মনে রাখছি বেঁচে যাওয়া আর সুরক্ষিত থাকা টা এক ব্যাপার নয়। কোটি কোটির দেশে কিন্তু কোটি রাই দেশ। আবার একটা মানুষ ও দেশ। মহাদেশ। নিজের নিরাপত্তা তাকেও ঘাড়ে নিয়ে বয়ে বেড়াতে হয়। যাই হোক।

জানি তো ভাইরাসের মৃত্যু নেই। ভাইরাস আসবে যাবে।
মানুষ তাই রয়েই যাবে। 

রবীন্দ্রনাথের মৃতদেহ নিয়ে মিছিল দেখেছেন? মহাত্মা গান্ধীর?  আরো কত শত শত বিজ্ঞানী, বিপ্লবী, দার্শনিক, খেলোয়াড়, কাছের ভালবাসার বন্ধুর শেষ যাত্রায় পথে হেঁটে আমাদের যদি মনে না হয়ে থাকে, যে, দিয়ে যাওয়ার সময় টা আমাদের ও পেরোয় নি, তাহলে তো ঠিক দিকেই এগিয়ে চলেছি। 

উৎপাদন বন্ধ। কালো ধোঁয়া কমলো। নদী গাছ পাহাড় গুলো একটু রিলিফ ও তো পেলো। পৃথিবীর তাপমাত্রা তেও প্রভাব আসবে, আশা করা যায়। যায় না?

টাকা টাকা করে যাদের বুকে পাঁজরে ব্যাথা, নিশ্চিন্তের ব্যাংক ব্যালেন্সের কথা ভেবে, যাদের গালে খই, তাদের কথাও ভেবে দেখার মত। শুধু তাদের মত করে না ভাব্লেও হয়।

যাই হোক, এ মুহূর্তে কাশ্মীর, পাকিস্তান, CAA, NPR, NRC, ধর্ষণ, অর্থনীতি, ধর্ম ইত্যাদি নানা জরূরী ইস্যু একটু ব্যাকস্টেজে আছে। সময় আস্লেই পুনরায় প্রস্ফুটিত হবে। 

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই