ভুলে যেও না, ভারতবাসী,
এর প্রতি বিন্দু, সিন্ধু তে অধিকার তোমার,
তোমার প্রতি টা শব্দ,
প্রতি টা কথায়, জবাব দিতে বাধ্য,
এ সরকার তোমার।
তোমার প্রতি টা কথা, ব্যাথায়
শুনতে বাধ্য এ গনতন্ত্র মন্ত্রের সরকার, তালে কেন আছে?
ভূলে গ্যাছে, তালে ওই সংবিধান, জ্বালিয়ে দাও,
পুড়িয়ে দাও, নতুন করে, লিখে দাও,
ওরা কারা, যারা নিজের মতন,
দেশের ভালো টা চায়,
তালে যদি বোঝা যায়,
দেশ ভক্তি প্রলেপ আগে, না,
দেশের মানুষে আসে যায়?
এর প্রতি বিন্দু, সিন্ধু তে অধিকার তোমার,
তোমার প্রতি টা শব্দ,
প্রতি টা কথায়, জবাব দিতে বাধ্য,
এ সরকার তোমার।
তোমার প্রতি টা কথা, ব্যাথায়
শুনতে বাধ্য এ গনতন্ত্র মন্ত্রের সরকার, তালে কেন আছে?
ভূলে গ্যাছে, তালে ওই সংবিধান, জ্বালিয়ে দাও,
পুড়িয়ে দাও, নতুন করে, লিখে দাও,
ওরা কারা, যারা নিজের মতন,
দেশের ভালো টা চায়,
তালে যদি বোঝা যায়,
দেশ ভক্তি প্রলেপ আগে, না,
দেশের মানুষে আসে যায়?