কাজে কথার ভূল বিলাসিতাঃ
আমার অনেক ভূল ধারনা আছে। অনেক।
পদে পদে এতো ভূল, যে আমারই তৈরি মনের ভূলের স্কুলে, দাঁড়ালেই, নিজেই হুমড়ি খাচ্ছি, মনের মধ্যে বেদম চোট আর উপরি হল, আকুল টাকুল ভেবে বলছি, কিছুই হচ্ছে না।
যেন, কিছুই কি হচ্ছে না? না দিশা তেই সুর্যের অনুপস্থিতি?
এমন টা কেন হয়না। অমন টা কেন আসে না। কি করা যাবে। স্বপ্ন দেখা কি বারণ হয়ে গেল? কিম্বা বাস্তব কবে রচিত হবে?
বা এত কিছু বা এসবের মানে কি! ঈশ্বর কোথায়? মৃত্যুর আগের পর্যন্ত টাই কি, বা এটাই কি থাকবে? তালে, থাক না। ক্ষতি লাভ তো সেই সমান সমান।
আসলে, ভূল ধারনায়, ভূল করে বেঁচে আছি না তো?
তালে,
বেসিক টা বলি।
যদি বলি ঈশ্বর আমায় সর্বদা দেখছেন? পাশাপাশি প্রশ্ন আসে, কে? মহাদেব? না নরনারায়ণ?
শুনে টুনে, মন কে বোঝালাম, তিনিই সেই, যার ইচ্ছে ব্যাতীত গাছের পাতাও নড়ে না।
বা নিজেই যখন হেসে বলি, ঈশ্বর তো আমার মনেই বাস করেন। তখন আবার হেসেই গড়িয়ে পড়ি। আমার মনে, তিনি? এই ছোট্ট ক্ষাট্ট মনে? কি, জানি, হতেও পারে?
তবু তো, সন্ধেবেলার ধুপকাঠি, বাতাসা, নকুলদানা ত মন্দ লাগে না। ঘরে সুরভি ছড়িয়ে পড়ে। বুড়ো দাদু বলেন, বিশ্বাসে মিলায় বস্তু। বুঝলে? বিশ্বাসে মিলায় বস্তু।
আলো টালো প্রদীপ জ্বালা টাও ভালোই লাগে। নিয়ম করে শঙ্খ টঙ্খ বাজানো টাজানো। শঙ্খ তো যুদ্ধেও। তবু যেন আজো, কিছু ধরে টরে রাখার, ভালো রাখার বিশ্বাস কে বেশ চরৈবতি শোনায়।
বা মনে হয়, কারা যেন বহুদূর বহুযুগের ওপার হতে, জাগার কৌশল রপ্ত করতে বলছেন, সেটাই ঠিক ধরা যাচ্ছে না।
'বিবেক বিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, তামসিকায়.... তারপর শেষে আছে, তুমি যে বিবেকানন্দ তুমি যে বিবেকানন্দ' গান টা বেশ মনে ধরে। থাকে। সুপুরি গালে কিনা জানি না। গলা টা অপূর্ব। যাই হোক। এতে বিবেকানন্দ বলে সেই মানুষ টার কথা, শুধু ভাবা অন্যায় হবে। আসলে, বিবেকানন্দ শব্দের মানেতে জোর দিলে কাজে দেবে, মনে করি। যাই হোক। নামে কি আসে যায়, আগেও বলেছি। যাই হোক,
অনেকের গুরু আছে। শুরুর থেকেই। তাই, এ অসুবিধের চিন্তা থেকে ওরা মুক্ত। প্রশ্ন উত্তর, অনুসন্ধিৎসা এতে নেই। শ্রোতা হয়েই আনন্দ, অনুসরণেই আনন্দ। নইলে যে, গুরু ছুটি দিয়ে দেবে, টিকি কেটে দেবে। পাড়া পড়শিদের টিটকিরি। সে অনেক ঝামেলা। থাক সে কথা।
যাই হোক,
বা ধরি, তিনিই সে, যিনি, মহান একমেদ্বিতীয়ম, তিনি জগত পরা জগতের উর্ধ্বে। তিনিই সৃষ্টি তিনিই সর্বমঙ্গলময়। তিনি নয় নারি, নয় তিনি পুরুষ। তিনি এসবের উর্ধ্বে। তখন মন টা জুলু জুলু চোখে ভাবে। বাপরে। এত কিছু আছে।
তারো পর আছে?
যেমন, ধরুন, ভগবান মানুষের জন্ম দিল কেন? উদ্দেশ্য টা কি? প্রথমে একটা কি দুটো। তারপর সাড়ে চাট্টে বা পাঁচটা। ছ টা। এখন বাড়তে বাড়তে কোটি কোটি। এত মানুষ, সবার মনে, সেই ভগবান। এবার এত মানুষ মিলে, করবে কি?
দুষ্টু লোকে বলে, এত মানুষ দরকার নেই। কি হবে। এত মানুষে যদি সুখ টাই হারিয়ে ফেলে? তাই চল, নিয়ন্ত্রণ করি। কিন্তু এটা কি, ভগবানের ইচ্ছের বিরুদ্ধে নয়। বা ভগবান সবার মধ্যে সদবুদ্ধির সঞ্চার করছেন না কেন? কে সেই দুষ্ট দানব? যা আমার প্রাণের ঈশ্বর কে তুষ্টি দানে, বাধা দ্যায়?
মন বলছে এ লেখা টা চলুক। তাই চলবে। এই ছোট্ট ছোট্ট লেখায় ঠিক 😁😁😁
উত্তম কুমার গানে বলেছিলেন, এবার.... তোমায় খাবো। 😀😁😁
বা ইনিই হয়তো, সেই সহজ সরল কিনারার মানুষ। যার ভালোলাগা, ভালোবাসা হাসি কে উপেক্ষা করা যায় না। যেতে পারে না। বা ইনিই এর মধ্যেই আমার আমি সামান্য একটু আমি কে খুঁজে চলেছি।
আমার অনেক ভূল ধারনা আছে। অনেক।
পদে পদে এতো ভূল, যে আমারই তৈরি মনের ভূলের স্কুলে, দাঁড়ালেই, নিজেই হুমড়ি খাচ্ছি, মনের মধ্যে বেদম চোট আর উপরি হল, আকুল টাকুল ভেবে বলছি, কিছুই হচ্ছে না।
যেন, কিছুই কি হচ্ছে না? না দিশা তেই সুর্যের অনুপস্থিতি?
এমন টা কেন হয়না। অমন টা কেন আসে না। কি করা যাবে। স্বপ্ন দেখা কি বারণ হয়ে গেল? কিম্বা বাস্তব কবে রচিত হবে?
বা এত কিছু বা এসবের মানে কি! ঈশ্বর কোথায়? মৃত্যুর আগের পর্যন্ত টাই কি, বা এটাই কি থাকবে? তালে, থাক না। ক্ষতি লাভ তো সেই সমান সমান।
আসলে, ভূল ধারনায়, ভূল করে বেঁচে আছি না তো?
তালে,
বেসিক টা বলি।
যদি বলি ঈশ্বর আমায় সর্বদা দেখছেন? পাশাপাশি প্রশ্ন আসে, কে? মহাদেব? না নরনারায়ণ?
শুনে টুনে, মন কে বোঝালাম, তিনিই সেই, যার ইচ্ছে ব্যাতীত গাছের পাতাও নড়ে না।
বা নিজেই যখন হেসে বলি, ঈশ্বর তো আমার মনেই বাস করেন। তখন আবার হেসেই গড়িয়ে পড়ি। আমার মনে, তিনি? এই ছোট্ট ক্ষাট্ট মনে? কি, জানি, হতেও পারে?
তবু তো, সন্ধেবেলার ধুপকাঠি, বাতাসা, নকুলদানা ত মন্দ লাগে না। ঘরে সুরভি ছড়িয়ে পড়ে। বুড়ো দাদু বলেন, বিশ্বাসে মিলায় বস্তু। বুঝলে? বিশ্বাসে মিলায় বস্তু।
আলো টালো প্রদীপ জ্বালা টাও ভালোই লাগে। নিয়ম করে শঙ্খ টঙ্খ বাজানো টাজানো। শঙ্খ তো যুদ্ধেও। তবু যেন আজো, কিছু ধরে টরে রাখার, ভালো রাখার বিশ্বাস কে বেশ চরৈবতি শোনায়।
বা মনে হয়, কারা যেন বহুদূর বহুযুগের ওপার হতে, জাগার কৌশল রপ্ত করতে বলছেন, সেটাই ঠিক ধরা যাচ্ছে না।
'বিবেক বিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, তামসিকায়.... তারপর শেষে আছে, তুমি যে বিবেকানন্দ তুমি যে বিবেকানন্দ' গান টা বেশ মনে ধরে। থাকে। সুপুরি গালে কিনা জানি না। গলা টা অপূর্ব। যাই হোক। এতে বিবেকানন্দ বলে সেই মানুষ টার কথা, শুধু ভাবা অন্যায় হবে। আসলে, বিবেকানন্দ শব্দের মানেতে জোর দিলে কাজে দেবে, মনে করি। যাই হোক। নামে কি আসে যায়, আগেও বলেছি। যাই হোক,
অনেকের গুরু আছে। শুরুর থেকেই। তাই, এ অসুবিধের চিন্তা থেকে ওরা মুক্ত। প্রশ্ন উত্তর, অনুসন্ধিৎসা এতে নেই। শ্রোতা হয়েই আনন্দ, অনুসরণেই আনন্দ। নইলে যে, গুরু ছুটি দিয়ে দেবে, টিকি কেটে দেবে। পাড়া পড়শিদের টিটকিরি। সে অনেক ঝামেলা। থাক সে কথা।
যাই হোক,
বা ধরি, তিনিই সে, যিনি, মহান একমেদ্বিতীয়ম, তিনি জগত পরা জগতের উর্ধ্বে। তিনিই সৃষ্টি তিনিই সর্বমঙ্গলময়। তিনি নয় নারি, নয় তিনি পুরুষ। তিনি এসবের উর্ধ্বে। তখন মন টা জুলু জুলু চোখে ভাবে। বাপরে। এত কিছু আছে।
তারো পর আছে?
যেমন, ধরুন, ভগবান মানুষের জন্ম দিল কেন? উদ্দেশ্য টা কি? প্রথমে একটা কি দুটো। তারপর সাড়ে চাট্টে বা পাঁচটা। ছ টা। এখন বাড়তে বাড়তে কোটি কোটি। এত মানুষ, সবার মনে, সেই ভগবান। এবার এত মানুষ মিলে, করবে কি?
দুষ্টু লোকে বলে, এত মানুষ দরকার নেই। কি হবে। এত মানুষে যদি সুখ টাই হারিয়ে ফেলে? তাই চল, নিয়ন্ত্রণ করি। কিন্তু এটা কি, ভগবানের ইচ্ছের বিরুদ্ধে নয়। বা ভগবান সবার মধ্যে সদবুদ্ধির সঞ্চার করছেন না কেন? কে সেই দুষ্ট দানব? যা আমার প্রাণের ঈশ্বর কে তুষ্টি দানে, বাধা দ্যায়?
মন বলছে এ লেখা টা চলুক। তাই চলবে। এই ছোট্ট ছোট্ট লেখায় ঠিক 😁😁😁
উত্তম কুমার গানে বলেছিলেন, এবার.... তোমায় খাবো। 😀😁😁
বা ইনিই হয়তো, সেই সহজ সরল কিনারার মানুষ। যার ভালোলাগা, ভালোবাসা হাসি কে উপেক্ষা করা যায় না। যেতে পারে না। বা ইনিই এর মধ্যেই আমার আমি সামান্য একটু আমি কে খুঁজে চলেছি।