কে রুখবে আমায়, যদি না আঘাত করি তোমায়। আমার ইচ্ছে বলায়, তোমার ইচ্ছে জানি না।
সুতরাং লেখাটাও গণতান্ত্রিক, উৎসর্গ তোমায়।
শূন্যের আত্মশ্লাঘাশূন্য, গনতন্ত্র, ফিউশন
আমাকে '০' দিও।
আমি তারই মাঝে জাল বুনবো।
বুনতে বুনতে বুনতে বুনতে
ফিউশন
নয়তো জল হয়ে যাব।
তৃষ্ণা পেলে, '০' ফিরিয়ে নিও।
বরং ভুলে যেও।
নয়তো
আমাকে '০' দাও
আমি তোমায় '১' দেব।
'১০' দেশে '১০' রকম কথা হবে
অন্ধকার টাও নিতে হবে
বেঁচে থাকবে সংস্কার
দশে মিলে ফেলবো গুটি
জন্ম দেব দশাবতার।
আর '০' যখন বেসামাল
'০' -এর পাশে '০,' তার পাশে '০,' আবারো '০'
এভাবেই চলতে থাকে।
না গন্ধ, রূপ না বর্ন,
উপকথাকার ছবি আঁকে,
দাও জাতির পেছনে '০'
বাকিটা ভেজাল।
'০' -এর মজা
কোথাও কোথাও ফিসফাস,
রাখ রাখ ঢাক ঢাক না করেই
বলছে, '০' র - নাকি বুনো মাদী গন্ধ,
মাদক পাতা না পানীয়
চিবোতে হবে, না, সেবনীয়।
হয়তো স্বজাতীয়, বিজাতীয়,
হবে একটা
তোয়াক্কা না করেই
অংক কষে ফেলছে।
এটা বর্জনীয়,
'০' তাই
আঁছড়ে পড়ছে।
(আর এটা সত্যি, তাই, শূন্যের আসা যাওয়াটাও ক্ষণিকের স্বস্তি)
সুতরাং লেখাটাও গণতান্ত্রিক, উৎসর্গ তোমায়।
শূন্যের আত্মশ্লাঘাশূন্য, গনতন্ত্র, ফিউশন
আমাকে '০' দিও।
আমি তারই মাঝে জাল বুনবো।
বুনতে বুনতে বুনতে বুনতে
ফিউশন
নয়তো জল হয়ে যাব।
তৃষ্ণা পেলে, '০' ফিরিয়ে নিও।
বরং ভুলে যেও।
নয়তো
আমাকে '০' দাও
আমি তোমায় '১' দেব।
'১০' দেশে '১০' রকম কথা হবে
অন্ধকার টাও নিতে হবে
বেঁচে থাকবে সংস্কার
দশে মিলে ফেলবো গুটি
জন্ম দেব দশাবতার।
আর '০' যখন বেসামাল
'০' -এর পাশে '০,' তার পাশে '০,' আবারো '০'
এভাবেই চলতে থাকে।
না গন্ধ, রূপ না বর্ন,
উপকথাকার ছবি আঁকে,
দাও জাতির পেছনে '০'
বাকিটা ভেজাল।
'০' -এর মজা
কোথাও কোথাও ফিসফাস,
রাখ রাখ ঢাক ঢাক না করেই
বলছে, '০' র - নাকি বুনো মাদী গন্ধ,
মাদক পাতা না পানীয়
চিবোতে হবে, না, সেবনীয়।
হয়তো স্বজাতীয়, বিজাতীয়,
হবে একটা
তোয়াক্কা না করেই
অংক কষে ফেলছে।
এটা বর্জনীয়,
'০' তাই
আঁছড়ে পড়ছে।
(আর এটা সত্যি, তাই, শূন্যের আসা যাওয়াটাও ক্ষণিকের স্বস্তি)