উপস্থিতিঃ
দুটো টুকরো কাগজে একই কথা লিখেছিলাম। একটা কে জ্বালিয়ে আরেক টা কে গোর দেওয়ার পর অনেক দিন কেটে গ্যাছে।
বুক ভরে শ্বাস, পেট পুরে ভাত খেয়েছি।
এখন মনে পড়ছে, কাগজ দুটোয় 'প্রাণ' লিখেছিলাম। কেন এটা করেছিলাম, জানি না।
বা
যে ফুল ফোটার শব্দ হয় না। সেটাও তো মন কে খুশী, দোলা না দিয়ে যায় না। তাহলে,
আর হৃদয় ভাঙার ও ত শব্দ নেই। তখন! অতীত কে একটি বারের জন্য হলেও বুকে আগলাতে মন চায় না? কেন এটা হয়?
যে, গাছের ডালেও কলম জুড়ে যায়। আর ফাঁসির আদেশে কলম ভেঙে যায়।
বা অন্ধকার যত গভীর মাত্রা পায়, কিছু বসন্তের কোকিল ডেকেই ওঠে। চিল্লামিল্লি জুড়ে দ্যায়। আর কিছু তারাও খসে পড়ে। পড়বেই।
দুটো টুকরো কাগজে একই কথা লিখেছিলাম। একটা কে জ্বালিয়ে আরেক টা কে গোর দেওয়ার পর অনেক দিন কেটে গ্যাছে।
বুক ভরে শ্বাস, পেট পুরে ভাত খেয়েছি।
এখন মনে পড়ছে, কাগজ দুটোয় 'প্রাণ' লিখেছিলাম। কেন এটা করেছিলাম, জানি না।
বা
যে ফুল ফোটার শব্দ হয় না। সেটাও তো মন কে খুশী, দোলা না দিয়ে যায় না। তাহলে,
আর হৃদয় ভাঙার ও ত শব্দ নেই। তখন! অতীত কে একটি বারের জন্য হলেও বুকে আগলাতে মন চায় না? কেন এটা হয়?
যে, গাছের ডালেও কলম জুড়ে যায়। আর ফাঁসির আদেশে কলম ভেঙে যায়।
বা অন্ধকার যত গভীর মাত্রা পায়, কিছু বসন্তের কোকিল ডেকেই ওঠে। চিল্লামিল্লি জুড়ে দ্যায়। আর কিছু তারাও খসে পড়ে। পড়বেই।