West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Sunday, June 3, 2018

অকালপক্কতা কাজের জিনিশ নহে। তবে দ্রব্য গুনে মূল্য অপরিসীম। সম্রাট আকবর সিংহাসনে বসিয়া কি পরিমান পাকিয়া ছিলেন, তাহা ঐতিহাসিক রাই নির্ধারণ করিবেন। আর আপনি আমি কতটা পাকিয়া ঝুলিতেছি, তাহা, ভবিষ্যৎ বলিবে।
বাংলায় এ গৃষ্মে, অাম জাম কাঁঠাল ইত্যাদি আজো পাকিতেছে। তত্সদৃশ বালক বালিকা রা।  ঋতুর অপেক্ষায় ইহারা বসিয়া থাকে না। ছেলে পাকিলে ডেঁপো হয় বটে। মেয়ে পাকিলে অনিষ্চয়তা। এই  পাকিষ্ঠ ছেলেমেয়ে দিগের স্পর্শে  কিছু আবার কাঁচামিঠে হইয়া ওঠে। ইহা ইন্দ্রিয়কারক, সন্দেহ নাই, আবার মন্দও লাগে না।
ইহাতে পাড়া পড়শি পূর্বাহ্নের সময় টাও ভাল কাটে।সেই কড়ামিঠে আম্র শলাকা লবন লংকা যোগে, ঠোট পেরিয়ে জিহ্বায় যেই উঠলো, আঃ উঃ টাক শব্দ।

"একে দিও স্বস্তিক চিন্হ আকাশের বুকে,
শরীরে দাবানল, স্নায়ু যুদ্ধের শোকে।"

তবে, এক্ষণ, কম বেশী সকলেই মোটামুটি ভালো আছেন। গতকাল বাবা লোকনাথের ছিল জন্মদিন। খুব জাঁক হইয়াছে। লুচি, , ফলাদি, মন্ডা মিঠাই যোগে পূজাদি ভারি সুন্দর সাংগ হইলো। পালা পার্ব্বন পূজা অর্চন বাঁচিয়া থাক। বাবার আশীর্বাদে বাতাসে খুশী খুশী গন্ধ। রবিবার বলিয়া কথা।আমার বেশ লাগিয়াছে। উৎসব টা সারা বছর জুড়াইয়া চলিলে ক্ষতি নাই কিছু। কিন্তু, একটা কথা, বাজারে আগুন কেন? সব ঠিকঠাক চলিলে, মাসের মাঝেই তৈলের দাম কিছু কমিলেও কমিতে পারে। রমাদান শেষ হইবে। শুনিলাম, কল্যাণী তে আম্র উৎসবে ৫০০ গ্রাম আম পাচশত টাকায় বিকাইছে। সে আম কোহিতুর। ইহা নাকি রাজা বাদশাই খাইতো, আঁটিখানি ফুটা করিয়া ফেলিয়া দিত। তাহাতে এ আম, আম নাগরিকের হস্তের বাহিরে থাকিবে। এখন আপনিও খাইবেন। আহা র‍্যাশনে যদি বিশ টাকায় এ আম বিতরন হইতো? আমি কিনিয়া খাইতাম। ভারী মজা হইতো।

ছবিটি
http://www.presentedbyp.com থেকে
The Life and Times of Poorna Banerjee:

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই