West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Thursday, August 29, 2019

আমার বাবা ভোলে বাবা, ভালো বাবা নয়।
😁😂😃😄
তারপর,
আমার মা যে, তারা মা গো,
তারায় তারায়, রয়।

বেঁধেনিলুম গান সেই ফকিরের মত।

বোম তারা তারা, বলে ওরা,
ছোটায় যে, মন পাগল পারা।
চিত্ত শোনে না। (আ। আ। আ। আ)
মিছেই এত তোমার আমার,
মিছেই এত। ও। ও। ও।
সঙ্গে যাবে না। (আ। আ। আ। আ)
চিত্ত যে আজ ভৃত্য হয়ে,
ওগো, চিত্ত চিত্ত, নিত্ত দৈত্য,
 মা কে নিয়ে, পাগল নৃত্য।
মা কে ছাড়িস না। (আ। আ। আ। আ)
বখাটে যত পাড়ার ছোঁড়া,
বলি যে, হাড় বেয়াড়া যারা।
গ্যাছে ভূলে, কাঠি করা।
মা কে ভোলে না। (আ। আ। আ। আ।)
ওযে, ছিলিম সেজে, সাঁঝের বেলায়
অট্টহাস্য অমাবস্যায়,
ভুত পেতনি সব উড়ে বেড়ায়।
হ্রিং টিং ড়িং ফট খুলি, ধোঁয়া ওড়ায়।
জেগে গ্যাছে মা, তারায় তারায়
 (আ। আ। আ। আ।)
তায়, চক্ষু মুদে, ঘোরেই আছি,
বলি এযে মা তারাই করায়।
চিত্ত শোনে না। (আ। আ। আ। আ)
ধোঁয়ার টানে ভাসছে, হিয়ে,
মা তারা, কে সঙ্গে নিয়ে।
মা কে ছাড়বো না। (আ। আ। আ। আ)
বোম তারা তারা, বলে কারা,
ছোটায় যে, মন পাগল পারা।

(হঠাৎ নির্ঝঞ্জাট হঠকারিতাপূর্ণ গানের মহড়া, লিখেই ফেললাম। সে ঘষেমেজে নেব  ক্ষন)
গুগলে এ দেশের ছবি গুলো ভারি আগ্রহের উদ্রেক করে।









দুঃসময় টা সাময়িক? সত্যি?
চাকরিতে খরার যুগে, খবর বলছে দশ লাখ চাকরি হবে অটো সেক্টরে। তবে, স্কিল চাই। শুধু দশ বারো পাশ, গ্র‍্যাজুয়েট হলে, চলবে না।
এদিকে, বিক্রির আশায় দেশে, ৩৫ হাজার কোটি টাকার গাড়ি, পড়ে রয়েছে। কেনার লোক নেই। টাটা মোটর, মারুতি, হন্ডা টুপটাপ করে ঝাঁপ ফেলে দিচ্ছে। অশোক লে ল্যান্ডের শ্রমিক রাও বলছে, মায়না বাড়াও। ওদিকে,সাড়ে তিন লাখের কাছাকাছি মানুষের এখন চাকরি নেই। খবর বলছে, নেক্সট তিন মাসে, আরো পাঁচ লাখ চাকরি হারাবে।
তারই মাঝে আশার আলো, এই, ৫৮ টি Mahindra TUV 300 গাড়ি। কত দাম হবে? মানে ৫৮ ইন্টু দশ লাখ প্রতি প্রায়।
 আবার রিলায়েন্স যদি তেল বেচার একছত্র অধিকার পায় বা না পায়। তেলের দাম ও আগামীদিনে কমতে চলেছে। সেটাও ব্যাপার বটে। যেখানে ইউরোপ, আমেরিকায় খনিজ তেলের ব্যবহার কমে আসছে। সেখানে এই তেলের জন্য আমাদের এই বিশাল বাজার প্রায়োরিটি পাবে সন্দেহ নেই। সুতরাং গাড়ি বিক্রিও বাড়বে, বলে আশা করা যায়।
ছবি গুলো, কলকাতা পুলিস পেজের সৌজন্যে। আর খবর সম্বন্ধে 👇

https://trak.in/tags/business/2019/08/20/auto-sector-will-hire-10-lakh-employees-with-these-new-age-skills-by-2020/



ডিজিটাল মারকাটারি,
ভালোই লাগছে, বুঝলেন! এযে, কী ভীষন ভালো লাগা। বলে বোঝান সম্ভব নয়। ভালো তো আমিও নয়। তাতে কী? কিন্তু, ফুল ঘুম টুমের পর, চা টা, তারপর কাগজে চোখ রাখতেই, ওমা 😯
আবার!
বল শ্লা, ভাত মাই কী? বলো বলো দুগ্গা 'মায়ের জয়'  টা কবে, 'মায়ি কি,' হয়ে গেল। সেটা জিজ্ঞেশ করবেন না!  ওটা অভ্যেস। দশের খিদে, হিসি পেলে, আপনারো পেয়ে যেতেই পারে। এতে দোষের কিছু নেই। আমার তো ভালোই লাগে, গায়ে গা লাগিয়ে গা ভাসিয়ে গ্রাম ছাড়া ওই, আহা।

কিন্তু এ ক্যামন ছিরির দেশ, যে, এবার, ভীড়ের মাঝে প্যাদানি খেলে, ভীড় থেকে ঠিক লোক টাকে, যেতে হতে পারে জেলে। ভারী অন্যায় কথা, যেন। কিন্তু এটা, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে করি। যেটা সারা দেশের জন্য প্রযোজ্য।
যাই হোক,
সব সময় এটা কী হচ্ছে, বলুন তো?
সর্বক্ষন একটা টেনশন টেনশন ফিল, এই কি হয়, কি হয় ব্যাপার টা আসলে কি? চাকরি, মূল্যবৃদ্ধি, জি.ডি.পি, কারখানা, বন্যা, কাশ্মীর। আর কি কি চাই বলুন। সব আছে।
তারপর?
জিয়ে হো, জুড়ে হো স্লা, বাংলাতে বিন্দাস আলা। এটা দুষ্টু লোকের ভাবের কলা, কিন্তু,
বুদবুদে ফুটন্ত এ অসময় যেন, আসল এই ফিল টা মানে অচেনা, অশান্ত, আনন্দ টাকেই শব্দে ভাবে, যত্নে বাঁচিয়ে রাখতে চায়। পারে না। তাই,
মনে পড়ছে,
"দিনে রাতে নেই চোখে, নেই চোখে ঘুম,
রাত হল আরব সাগর।" অপূর্ব সুর, কথা, সে যে, শিলাজিৎ। তিনি আবার ওসব হারজিত ফিতে থাকেন না। তার নিজের রঙ আছে। এ থেকে মনে হয়, আমাদের সবার আলাদা আলাদা রঙ, থাকুক না! ক্ষতি কী? কিন্তু,
ব্যায়াম ট্যায়াম সুস্থ টুস্থর দিনে, একি!
দেশের নাকী, নানা প্রদেশে, হাই এলার্ট ঘোষনা হয়েছে। বিপদ আসতে পারে, জল থেকেও। না না বন্যা, অসুখ না! সাবমেরিনে করে দেশের শত্রু ঘুসে গিয়ে, দেশে ফাটিয়ে দিতে পারে বোমা। প্রতিবেশী দেশ, পাকিস্তান নাকি হেব্বি খচে গিয়ে পাগলে গ্যাছে। আমারি মত। আল্ফাল লেখা ফেকা না, ওরা মিসাইল টিসাইল নিয়ে খেলাও শুরু করেছে। চিন, মিটিমিটি হাসছে। ট্রাম্পের মুখ, অ্যাসইউসুয়াল। বাংলাদেশ তো ভাপা ইলিশেই ৭১ এর স্বাদ খুজতে ব্যাস্ত। আর এদেশেই আছে, অনেক বড় বিশাল বড় সব, জাতীয়তাবাদী চ্যানেল, যুদ্ধ চাই, যুদ্ধ চাই, করে, শিরা টিরা ফুলিয়ে, সে এক্কেবারে নাছোড়বান্দা টি.আর. পির যুগে।
নেহাৎ দেখলাম, তাই। এ দুচোখে যত টুকু দেখা যায় আরকি?
মনে পড়ছে,
'মুখে তে বললে তুমি যে কথা।' সে কথাই শেষ কথা নয়, হায়।
আর বলিহারি, ভাই, সেই, গুমনামি বাবা। গুমনাম হ্যায় কোই, বদনাম হ্যায় কোই। আবার নেতাজী কে সিনেমা, তাও, এ ভবের বাংলায়। উস্কে না দিলে, আরেক টু খুঁচিয়ে না দিলে, জমবে কেন?
উঠুক, উঠুক না? মন্দ কী? দু চাট্টাকা, আলাপ আলোচনা হোক না। ৭০ বছরেও যার মিমাংসা হয় নি। একটা ছায়াছবি তার মীমাংসা করে দেবে, ভাবলেও হাসি পায়। তবু হোক না, কেউ কারা যদি, প্রান্তিক সাময়িক ফুটেজ খেয়ে, খুশীই তো থাকতে চায়। এর চে তো বেশী নতুন নয়। তাতে, আমার আপনার কি বা যায় আসে তাতে? 😀😁

ছবিটা আশা করি, বুঝতেই পারছেন 😀😁😂 সেই যে, হোয়াটসঅ্যাপ থেকে।

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই