West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Thursday, August 29, 2019

দুঃসময় টা সাময়িক? সত্যি?
চাকরিতে খরার যুগে, খবর বলছে দশ লাখ চাকরি হবে অটো সেক্টরে। তবে, স্কিল চাই। শুধু দশ বারো পাশ, গ্র‍্যাজুয়েট হলে, চলবে না।
এদিকে, বিক্রির আশায় দেশে, ৩৫ হাজার কোটি টাকার গাড়ি, পড়ে রয়েছে। কেনার লোক নেই। টাটা মোটর, মারুতি, হন্ডা টুপটাপ করে ঝাঁপ ফেলে দিচ্ছে। অশোক লে ল্যান্ডের শ্রমিক রাও বলছে, মায়না বাড়াও। ওদিকে,সাড়ে তিন লাখের কাছাকাছি মানুষের এখন চাকরি নেই। খবর বলছে, নেক্সট তিন মাসে, আরো পাঁচ লাখ চাকরি হারাবে।
তারই মাঝে আশার আলো, এই, ৫৮ টি Mahindra TUV 300 গাড়ি। কত দাম হবে? মানে ৫৮ ইন্টু দশ লাখ প্রতি প্রায়।
 আবার রিলায়েন্স যদি তেল বেচার একছত্র অধিকার পায় বা না পায়। তেলের দাম ও আগামীদিনে কমতে চলেছে। সেটাও ব্যাপার বটে। যেখানে ইউরোপ, আমেরিকায় খনিজ তেলের ব্যবহার কমে আসছে। সেখানে এই তেলের জন্য আমাদের এই বিশাল বাজার প্রায়োরিটি পাবে সন্দেহ নেই। সুতরাং গাড়ি বিক্রিও বাড়বে, বলে আশা করা যায়।
ছবি গুলো, কলকাতা পুলিস পেজের সৌজন্যে। আর খবর সম্বন্ধে 👇

https://trak.in/tags/business/2019/08/20/auto-sector-will-hire-10-lakh-employees-with-these-new-age-skills-by-2020/



No comments:

Post a Comment

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই