সরকারের আত্মা বলে কিছু হয়? বোধ হয়, হয় না। পুরোটাই দায়। তাই না?
দরকার, কিন্তু মানুষের সরকার। এটাও ভাবা দরকার। কিন্তু ভাবতে গেলে, ভেবে যে, অগা বগা জগা খিচুড়ি কেন পেকে যায়? পাকতে গিয়ে হঠাৎ করে সরকার কেন পড়ে যায়?
মানুষ গুলো অমানুষই ছিল।
পরকিয়া, মরমিয়া, সহজিয়া বা বোহেমিয়া এসব গুলোও হতে হয়। সহজিয়াই বা মানুষ কি হতে পারে? হতে হয় দেখাতে হয় বা সেই হয়ে যাওয়াটার জাত টা কে ক'জন ধরতে পারে মানে ধরে। বা সেই বিশুদ্ধ হাওয়া টাকেই বা কি করে ধরতে পারা যায়? বা ধরা যাচ্ছে না বলেই কি, বলছি আর কি! ধরবো ধরবো করছি, এটাও বা তাও ত বটেই ত।
দরকার, কিন্তু মানুষের সরকার। এটাও ভাবা দরকার। কিন্তু ভাবতে গেলে, ভেবে যে, অগা বগা জগা খিচুড়ি কেন পেকে যায়? পাকতে গিয়ে হঠাৎ করে সরকার কেন পড়ে যায়?
মানুষ গুলো অমানুষই ছিল।
পরকিয়া, মরমিয়া, সহজিয়া বা বোহেমিয়া এসব গুলোও হতে হয়। সহজিয়াই বা মানুষ কি হতে পারে? হতে হয় দেখাতে হয় বা সেই হয়ে যাওয়াটার জাত টা কে ক'জন ধরতে পারে মানে ধরে। বা সেই বিশুদ্ধ হাওয়া টাকেই বা কি করে ধরতে পারা যায়? বা ধরা যাচ্ছে না বলেই কি, বলছি আর কি! ধরবো ধরবো করছি, এটাও বা তাও ত বটেই ত।