West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Thursday, May 7, 2020

ওই এলো ঝড়। উড়ে যায় গাছের চাদর। সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া। আহা। বৈশাখ মাস না ভোগ বিলাস না পরবাস। নেই রবীন্দ্রনাথ বা কালীদাস। নেই রুটি চাঁদ, নোনতা জল আছে। জীবন কে পাহারা দিচ্ছে ক্ষিদে। জীবিকা কে সরকার।
কোন টা দরকার।  দরকারি লক ডাউনে ভিখিরির দেখা নাই। ছন্দহীন কাজ, ক'টা টাকার দেখা কই? হলে পরে, ঘরে ঘরে কালিদাস সারাটা মাস জুড়ে কুঁড়ে ঘরে জুত হয়ে মেঘদূত পড়তই।
।মন টা আজ মোটেই ভালো নেই, তাই শেয়ার করলাম।

এতো ঘন্টা, প্রদীপ, পুষ্প বৃষ্টি। এরপর প্রসাদ তো থাকবেই।
সঙ্গে সান্তনা। রবী ঠাকুর বুদ্ধ বেঁচে থাকলে, দিকে দিকে কি দরিদ্র ভোজন হতে পারতো না? বা তার আগে ব্রম্ভ প্রার্থনা।

ভাইজাগে করুন মৃত্যু। বেসাহারা লোকের বাড়ি ফেরা বা ফিরছে না। যারা সরকারি কাজ করে না, তাদের কাজ করারও অধিকার আসছে না। মাইনে ত দুরাশা।

এদিকে ডিজিটালি সারকাসম চলছে। হাস্যস্পদ দুচাল্লাইনে লোক হাসানোর হরিবোল খেলা। বা ভুলে থাকার অবহেলা। এছাড়া কি বা করার আছে? 

যেন কিছুই হয় নি। কিছুই হারানোর ছিল না। লাইফ টাই স্ক্রোলিং বুলিং কপি পেস্ট ওঠা নামা করতে করতে কখন যে সত্যি মনের ভাব প্রকাশে ব্যর্থ হয়ে গেছি, ধরতে পারবেন না।

শুনেছি সত্যি টা সহজে কেউ বলে না। প্রকাশ করে না। কি দিয়ে মাসের পর মাস চলছে। ভাত রুটির কথা আজ থাক। বলতে হবে না, আপনার চাল ডালের কথা।  গ্যাসের কথা। সমস্যার কথা। ওগুলো মোটেই কাজের জিনিশ না। 

তাচ্চে আসুন না ভাবি, 
জীবনে কোনো দিন এত ভীড়, হাসি মুখ মন গম্ভীর, মদ বা র‍্যাশনের দোকানে দেখেছি? নিষ্প্রাণ চোখে কানে হেডফোন, জোয়ার ভাঁটা হীন বাবা মা ভাই বোন। দাদা কাকা জ্যাঠা সবাই লাইনে। কেউ মদের দোকানে। কেউ র‍্যাশন দোকানে। এখানে সেখানে যেখানে চূড়ান্ত নাটক নিত্য দিনের সঙ্গী। মন বলবেই পালিয়ে টা যাবি কোনখানে?

এ বলে আমায় দেখ। ও বলে দেখে শেখ। শেখার দেখার আর কিছুই নেই ভাই। 
 পুরোটাই ছোট ছোট গল্প। গল্প দিয়ে মালা। আর সেটাই পরে চৈতন্য।

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই