West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Monday, September 16, 2019

প্রিয় বন্ধু এ বাংলায় আমার, 

তুমি বামপন্থী, ডানপন্থী, তৃণমূলী বা বিজেপি যে কেউ হতে পারো। লুকিয়ে যারা, তারাও হেসে টেসে, ফুলেও যেতে পারো। 

কিন্তু বিশ্বাস করো, এখানে তোমার পন্থীর বন্ধু যত, তার চেয়েও অনেক অনেক টা বড় এ ডিজিটাল দুনিয়া। 
এখানে তো যেন, ব্যাস, খাওয়া দাওয়া, শাড়ি, বাড়ি বা হিংসা, ছবির প্রশংসা, বেড়ানো, নোংরামো, গান, বাজনা অথবা নৃত্য, নাটক, বই, লেখা, ভাষা, শেখা আরো কত কিছুই ফ্রি তে কুড়িয়ে পাই। গায় লাগাই না। 
প্রোপাগান্ডার ধুমে সবি যেন কতক, রঙের জলছবি লাগে।
তবু, ধুপ ধর্মের গন্ধও কম আসে না। এতে শাপ শাপান্ত হলেও, আজো শেয়ার করিনি, করি না। 

 যারা করে, তারা করে, আমার মত ছাপোষারা অন্তত আজো করে না। সেটারই ভরসায়, কান্নামন এ ভীড় গভীর অশান্তি কেও উপভোগ করে না।   


ওখানে সৌদি তে, তেলের গুদামে আগুন লেগে গেল। কেন লাগলো? কিসের জন্য লাগলো? কে লাগালো কার জন্য লাগালো?

 আসলে যে আমার দেশেরো লাগলো, ভাই। বড্ড লাগলো। স্বীকার করিনা। কেন করি না? 
তবু আজো, এম্নিতেই, হেরে টেরে, হেসে ফেসে গিয়ে ভুলভাল  টসে জিতে আজো ব্যাটিং করতেই যেন মন চায়।
বার বার, 
প্রতিবেশী বন্ধুরাই বা দেশই  যে আসবে কাজে, সবশেষে, এটাই আসল, দূর্বার।
সম্পর্ক টাই আসল ভাই, সেটা ভালো রেখো, ওটা অটূট রেখে এ মিষ্টি মজবুত প্রতিবেশী  ভালোবাসার দড়ি কে শক্ত কোরো। বাকি তো চলছেই, চলবে বারংবার।
ভেবে দেখো অন্তত, 
শেষ বারের মত, 
ওদের মত, আমরাও, শেষের মত, বলেছিলাম
হারবো না, হারছি না,
এটাই।


Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই