West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Thursday, February 13, 2020


গুগলি
হাওয়া চলছে। মনের হাওয়া।
এ হাওয়ায় কতবার কথার ফুল ফল হয়ে পেকে পুকে ধরে যে ফুরিয়ে গেল। ফুরুস ফুলের ও আসার সময় এলো।
এত মনেরই ফুল। ফুটছে যখন। ফুটুক। ফুটে টুটে ফাটকা না হয়ে প্রস্ফুটিত হয়ে উঠুক। মন্দ কি?
আর
যেমন করেই ভাবি না কেন, বলতে পারার মত বলা বা হওয়া টা যখন ঠিক, হয়ে উঠতে পারা যাচ্ছে না।
তাই হাসিও পাচ্ছে। আবার না হেসেও থাকতে পারা যাচ্ছে না।
বেদম হাসি হাসবো হাসবো করছি, কিন্তু মুখ টিপে হেসে ত ফেলছি। মানে মনে মনে হাসা টা কঠিন ব্যাপার। তাও হাসি টা চেপে রাখা যাচ্ছে না। যখন। তখন, কি করা উচিত? আরেক বার? মানে হেসে ফেলে দেওয়া কি উচিত হবে? সেটাও পারছি না। তাই না হেসে, থাকা টাও উচিত বলে মনে হচ্ছে না।
কিন্তু আজকের চোদ্দোর গদ্যে অনেক প্রেমিকের খসবে! খসা টা তারা হলে, থাক, খসা টা খসাই থেকে ইতিহাস হয়ে যাক। অসুবিধে ক্ষতি কিছু নেই। ইতিহাসেও এ নিয়ে ত্যামন কিছু বিড়ম্বনা দুঃক্ষ নেই। চালিয়ে চলতে পারাটাই সব,
NRC CAA তো হচ্ছে না। ব্যাস। তালেই হবে।
তবু কিন্তু আছে।
তাও কিন্তু লেগে থাকতে হবে। কারণ, এর আগে তো সব ভোঁ ভাঁ। নিজেকে ব্যাস্ত না রাখলে চলবে কেন?
আসলে, এত কথার মাঝখানে কোথাও যেন গোলমাল লাগছে?
দেখচি, স্কুলের পরিচালন সমিতি? স্কুলে স্কুলে ক'বার শিক্ষা মন্ত্রীর ভিসিট? বা বন্ধ কারখানায় ক'টা লেবেলের লোকে এলো। বা আমার পাড়ার মোড়? 😁😁।
www.westbengalevent.blogspot.com

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই