আসলে, মনই বলছে, সেটা জানতে দিই না।
সবি তো ঠিকঠাক, চমৎকার। কি হবে অতো ভেবে টেবে?
আমি তো অভ্যেসের গনৎকার, তাও ভাবছি না।
ছিল না ছোটোবেলায় এতো? জানো?
হত না ভাবনা এইটুকুনি, ফুড়ুৎ করেই পালিয়ে যেত।
সহজ সরল আলতো করে, নিমেশেই ঘুম আসতো।
ওটা আজো আছে,
সেই ভাবনা অভ্যেসটা, না গো দিও না বয়েস দোষ টা,
তখন ভাবনা টা উদ্দীপনা দিত, আজ কেন, ক্লান্ত করে দ্যায়, সেটাও ভাবছি?
আসলে, অনেক সময়েই ভেবে টেবে, গুছিয়ে নিয়ে,
আসলে,
এটা, সেরকম নয়। এবার যেন, একটু অন্যরকম ভাবছি।
কাজ টাজ খিদে টিদে মিটিয়ে, প্রেম ভালোবাসার পর, সামান্য একটু খালি সময়ে, আশ মিটিয়ে ভাবছি। যদি জানতে চান, বলবো, সেই,
ভাবনার পিছুটান,
গালে হাত দিয়ে, না সুপুরি দিয়ে, কি ভাবে ভাববো?
ধোয়া ছড়িয়েও তো ভাবা যায়?
এটাও ভাবছি।
বোকার মত মন খানিক হেসে, মন আবার বললো, ভাবছি? সুতরাং ভাবছি।
ভাবনার সীমা পরিসীমা নেই,
গোপন, গোলাপ, স্মৃতি, রজনী ক্ষতির চপলতায়,
অসহায় সেই মা, দেশ, বন্ধু, বাৎসল্য, জনতায়,
খুঁজে চলেছি আমায়?
মন বলছে, খোঁজা তেই সার্থকতা,
আসলে, খুজে চলি তোমায়!
সবি তো ঠিকঠাক, চমৎকার। কি হবে অতো ভেবে টেবে?
আমি তো অভ্যেসের গনৎকার, তাও ভাবছি না।
ছিল না ছোটোবেলায় এতো? জানো?
হত না ভাবনা এইটুকুনি, ফুড়ুৎ করেই পালিয়ে যেত।
সহজ সরল আলতো করে, নিমেশেই ঘুম আসতো।
ওটা আজো আছে,
সেই ভাবনা অভ্যেসটা, না গো দিও না বয়েস দোষ টা,
তখন ভাবনা টা উদ্দীপনা দিত, আজ কেন, ক্লান্ত করে দ্যায়, সেটাও ভাবছি?
আসলে, অনেক সময়েই ভেবে টেবে, গুছিয়ে নিয়ে,
আসলে,
এটা, সেরকম নয়। এবার যেন, একটু অন্যরকম ভাবছি।
কাজ টাজ খিদে টিদে মিটিয়ে, প্রেম ভালোবাসার পর, সামান্য একটু খালি সময়ে, আশ মিটিয়ে ভাবছি। যদি জানতে চান, বলবো, সেই,
ভাবনার পিছুটান,
গালে হাত দিয়ে, না সুপুরি দিয়ে, কি ভাবে ভাববো?
ধোয়া ছড়িয়েও তো ভাবা যায়?
এটাও ভাবছি।
বোকার মত মন খানিক হেসে, মন আবার বললো, ভাবছি? সুতরাং ভাবছি।
ভাবনার সীমা পরিসীমা নেই,
গোপন, গোলাপ, স্মৃতি, রজনী ক্ষতির চপলতায়,
অসহায় সেই মা, দেশ, বন্ধু, বাৎসল্য, জনতায়,
খুঁজে চলেছি আমায়?
মন বলছে, খোঁজা তেই সার্থকতা,
আসলে, খুজে চলি তোমায়!