'তুমি-আমি'
বেশ, তালে তুমিও এটা জানো।
আমিও ত জানি, কিন্তু কম, খুবই অল্প, চোখেও দেখা যাবে না এমন।
বাহঃ, তুমি জানতে!
আমিও জানতাম, কম বেশী, সঠিক বেঠিক, এদিক ওদিক কিন্তু খুব অল্প। চোখেও দেখা যাবে না এমন।
কি আশ্চর্য! এটাও জানো।
তালে আমিও জানলাম না হয়। কিভাবে হয়? কত টা হয়! ক্যামন করে হয়! কিন্তু খুবই অল্প। চোখেও দেখা যাবে না এমন।
আসলে তুমি অসাধারণ, তুমি কত জানো?
তবুত কিছুটা আমিও জানি। ভালোবাসা কি? খিদে কি? আনন্দ কি? দুঃক্ষ কি? কিন্তু খুবই অল্প। চোখেও দেখা যাবে না এমন।
এবার, বুঝতে পারছি তুমি অনেক জানো।
আমিও জানি, মনের কথা। ব্যাথার কথা। টুকরো টুকরো অভিমানের কথা। কিন্তু খুবই অল্প। চোখেও দেখা যায় না এমন।
*****************************
যেটা জানা ছিল না।
বেশ, তালে তুমিও ওটা জানো না।
আমিও জানি না।
আমি কি? কেন? কোথায়? কিভাবে? কিসের জন্যে?
কাদের জন্যে? কত টা? কত ভাবে? কত রকমে? বা কতক্ষনের জন্যে?
জানা হল না।
হল না।
সেই তুমি আর আমি।
এক হতে পারো না?
ছবিটা জৈনদের ১৬ টা সবচে মূল্যবাণ স্বপ্নের প্রতীক। প্রত্যেক টা ছবির আলাদা গল্প। অদ্ভুত চিন্তা ভাবনা। তবু আশ্চর্য লাগে যে বৌদ্ধ, জৈন, হিন্দু বাকি সব ধর্মই সবাই পরষ্পরের কত কাছের, তবু সেই তুমি আমি। সেই ওরা আমরা, প্রাণ ভোমরা। হোমরা চোমরা। এক চামড়া এক রক্ত। সেই ভূমি। সেই খিদে। সেই কান্না। সেই হাসি। তবু তাতে কত বৈচিত্র্য। যেন, একটা পাত্র। সপ্ত সুরে খাদ্যে বিবিধে, খুঁজে দেখছি আপন চরিত্র।
কোন টা তুমি আর কোন টা আমি।
বেশ, তালে তুমিও এটা জানো।
আমিও ত জানি, কিন্তু কম, খুবই অল্প, চোখেও দেখা যাবে না এমন।
বাহঃ, তুমি জানতে!
আমিও জানতাম, কম বেশী, সঠিক বেঠিক, এদিক ওদিক কিন্তু খুব অল্প। চোখেও দেখা যাবে না এমন।
কি আশ্চর্য! এটাও জানো।
তালে আমিও জানলাম না হয়। কিভাবে হয়? কত টা হয়! ক্যামন করে হয়! কিন্তু খুবই অল্প। চোখেও দেখা যাবে না এমন।
আসলে তুমি অসাধারণ, তুমি কত জানো?
তবুত কিছুটা আমিও জানি। ভালোবাসা কি? খিদে কি? আনন্দ কি? দুঃক্ষ কি? কিন্তু খুবই অল্প। চোখেও দেখা যাবে না এমন।
এবার, বুঝতে পারছি তুমি অনেক জানো।
আমিও জানি, মনের কথা। ব্যাথার কথা। টুকরো টুকরো অভিমানের কথা। কিন্তু খুবই অল্প। চোখেও দেখা যায় না এমন।
*****************************
যেটা জানা ছিল না।
বেশ, তালে তুমিও ওটা জানো না।
আমিও জানি না।
আমি কি? কেন? কোথায়? কিভাবে? কিসের জন্যে?
কাদের জন্যে? কত টা? কত ভাবে? কত রকমে? বা কতক্ষনের জন্যে?
জানা হল না।
হল না।
সেই তুমি আর আমি।
এক হতে পারো না?
ছবিটা জৈনদের ১৬ টা সবচে মূল্যবাণ স্বপ্নের প্রতীক। প্রত্যেক টা ছবির আলাদা গল্প। অদ্ভুত চিন্তা ভাবনা। তবু আশ্চর্য লাগে যে বৌদ্ধ, জৈন, হিন্দু বাকি সব ধর্মই সবাই পরষ্পরের কত কাছের, তবু সেই তুমি আমি। সেই ওরা আমরা, প্রাণ ভোমরা। হোমরা চোমরা। এক চামড়া এক রক্ত। সেই ভূমি। সেই খিদে। সেই কান্না। সেই হাসি। তবু তাতে কত বৈচিত্র্য। যেন, একটা পাত্র। সপ্ত সুরে খাদ্যে বিবিধে, খুঁজে দেখছি আপন চরিত্র।
কোন টা তুমি আর কোন টা আমি।