মানুষ মানুষেরই জন্যঃ
নেট প্র্যাক্টিস চলছেই, পে কমিশনে, আমি দর্শকাসনে। কোনজনে বেহাল পুজোর রাস্তায়, আহারে, বেকার ছেলেমেয়ে দের আস্থায়, ধিক্কারে নির্বিকারে।
এইতো, শুক্রুবারে, গড় কোরে,
ঠ্যাকায় পড়ে,
দ্যাখো রে, মল্লিক ফটকের ফাটকা বাজিতে রক্ত, ঝরে, কার রক্ত? কার ভক্ত?
পোলা তো নয়, এতো আগুনেরই গোলা রে।
কেউ বলছে ছোট খাটো রণক্ষেত্র। ইট পাটকেল,
মেঘলা মিছিলের শহরে, বঙ্গবাসী আদর করে।
ওরা কারা, আজ ছাদ থেকে ঢিল ফেলেছিল? তেড়ে মেড়ে র্যাফ, নানুরের আজো পাওয়া গেছিল, এক বালতি বোমা?
ওমা, এ ক্যামন নেশন, হারিয়ে যায় ডেপুটেশন? কে ছিল গুন্ডা? কোথায় কে মিশিয়ে দিল, রঙে লঙ্কা।
কোন টা ভূল, কে আসল?
কে ভালো? কে জালি?
খালি হৈ হৈ রৈ রৈ, কাদানে গ্যাস, জল কামান। রেয়াত নেই কারো? কারো তো আবার পোয়া বারো!
সেই, সাহসী সাংবাদিকেরো আজকে আচ্ছে দিন। সবচেয়ে সেফেস্ট অবস্থানে আমি, আর এবিপি আনন্দে চ্যাচ্যামেচি জুড়ে মুড়ে।
তালে, কোনটা ফ্যাসিস্ট? কোনটা বিস্ট?
কোথায় ওয়েস্ট? এটাই কী ইস্ট?
কেন এ, আপত্তি, বিপত্তি, পালটা যুক্তি, ছোটাছুটি
চাকরি না পেয়ে, এ অবেলায়, তুমি শুনতে পারছো কী? দেখতে পারছো কী?
নিউস 18 বাংলায়? জি নিউস? ক্যালকাটা নিউস, আর প্লাস, ক্যালকাটা টিভি।
শুধু ছবি আর কত কথা দিবি?
তোমার আমার এ সন্মান
তাই, গরু মেরে, জুতো দান।
গলায় ওরে, বাতাস পুরে, বল কার জন্য?
একদিকে ৫৬ আরেক দিকে নবান্ন।
ভাবা যায়?
নেট প্র্যাক্টিস চলছেই, পে কমিশনে, আমি দর্শকাসনে। কোনজনে বেহাল পুজোর রাস্তায়, আহারে, বেকার ছেলেমেয়ে দের আস্থায়, ধিক্কারে নির্বিকারে।
এইতো, শুক্রুবারে, গড় কোরে,
ঠ্যাকায় পড়ে,
দ্যাখো রে, মল্লিক ফটকের ফাটকা বাজিতে রক্ত, ঝরে, কার রক্ত? কার ভক্ত?
পোলা তো নয়, এতো আগুনেরই গোলা রে।
কেউ বলছে ছোট খাটো রণক্ষেত্র। ইট পাটকেল,
মেঘলা মিছিলের শহরে, বঙ্গবাসী আদর করে।
ওরা কারা, আজ ছাদ থেকে ঢিল ফেলেছিল? তেড়ে মেড়ে র্যাফ, নানুরের আজো পাওয়া গেছিল, এক বালতি বোমা?
ওমা, এ ক্যামন নেশন, হারিয়ে যায় ডেপুটেশন? কে ছিল গুন্ডা? কোথায় কে মিশিয়ে দিল, রঙে লঙ্কা।
কোন টা ভূল, কে আসল?
কে ভালো? কে জালি?
খালি হৈ হৈ রৈ রৈ, কাদানে গ্যাস, জল কামান। রেয়াত নেই কারো? কারো তো আবার পোয়া বারো!
সেই, সাহসী সাংবাদিকেরো আজকে আচ্ছে দিন। সবচেয়ে সেফেস্ট অবস্থানে আমি, আর এবিপি আনন্দে চ্যাচ্যামেচি জুড়ে মুড়ে।
তালে, কোনটা ফ্যাসিস্ট? কোনটা বিস্ট?
কোথায় ওয়েস্ট? এটাই কী ইস্ট?
কেন এ, আপত্তি, বিপত্তি, পালটা যুক্তি, ছোটাছুটি
চাকরি না পেয়ে, এ অবেলায়, তুমি শুনতে পারছো কী? দেখতে পারছো কী?
নিউস 18 বাংলায়? জি নিউস? ক্যালকাটা নিউস, আর প্লাস, ক্যালকাটা টিভি।
শুধু ছবি আর কত কথা দিবি?
তোমার আমার এ সন্মান
তাই, গরু মেরে, জুতো দান।
গলায় ওরে, বাতাস পুরে, বল কার জন্য?
একদিকে ৫৬ আরেক দিকে নবান্ন।
ভাবা যায়?
No comments:
Post a Comment