West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Sunday, December 6, 2015

সময়

সময় ভাল আবার মন্দ। আপনার আমার সবার আবার সরকারের তো বটেই। 









তারকা মানুষ অমিতাভ বচ্চন সাহেব বলেন, এভাবেই চলতে হয় আরকি। তার অনেক আগে আইনস্টাইন তো আপেক্ষিক ব্যাপার টা নিয়ে বেশ জমিয়ে দিয়েছিলেন। তারপর কত জল, যুদ্ধ, স্বাধীনতা, নিলাম, গোলাম, রক্ত, ভক্ত সেকথা থাক। নিরাপত্তা আর উপার্জনের দিকে মানুষ বড্ড ঝুঁকেছে। আমি নিজেও তেমন টাই অনুভব করছি। কিন্তু মজার কথা, এ দুটোই দরকারি, কিন্তু তার চেয়েও তো বেশি দরকারি আমাদের বাসভূমি। আর ভুমি যদি নিরাপদ না হয়, কিসের আমি তুমি নিয়ে ঝগড়া করব? 

জলাশয় নিয়ে যথেচ্ছাচার, রাস্তা অর্ধনির্মিত (ফলঃ গাড়ির আয়ু ক্ষয়, সময় অপচয়), জনসাধারনের সামাজিক অনিয়ম (কেউ কিচ্ছু বলবার নেই), বর্ষা হলে রাস্তার বেহাল অবস্থা, ধর্ম নিয়ে দেশ নিয়ে ভুল ভাল সব আতলামি, পরীক্ষা হলে দেদার মাস্তানি, ভোট পর্বে মাস্তানি, কোটি কোটি টাকা বিগ্যাপনের জন্য অপচয়, কেন এতসব বলতে হয়, বলতে পারেন? আপনিও জানেন আমিও। 

পুরনো দেশ, আমাদের মানে মানুষের ইতিহাস টাও তো তাই। তবু  ইতিহাস ঘেঁটে কি শিক্ষা পাচ্ছি, তার উদাহরন আজ বড্ড প্রকট। শুধুই জেতা হারার খেলা আর প্রতিশোধ স্পৃহায় চুম্বকের মতো লালায়িত। ফেসবুকের মার্ক জুকের বারগ অতো বড় একটা ঘোষণা করলো এই বয়সে, যে তার ৯৯ শতাংশ টাকা দান করবেন, শুধু মাত্র পৃথিবী একটু ভাল হবে এই আশায়। নাম উল্লেখ নিষ্প্রয়োজন, এমন অনেক তারকা অ-তারকা, কেউ স্কুলের জন্যও, কেউ রাস্তার জন্যও, কিউ পুনর্বাসনের জন্যও এমন নানা কারনে দান করেই যাচ্ছে। গৌরী সেন রা যে আজও আমাদের মধ্যে রয়েছে  এ তার জল জ্যান্ত প্রমান। তালে আমরা কেন নয়। সাধারন বলে? না সাধারন বলেই শুধু নয়, অধিকাংশ পরিবেশ ও বিদ্যালয় আমাদের মদ্ধ্যে সেই বীজ টা  রোপণ করতে অক্ষম, বা চেষ্টা করলেও টা মরুভূমি তে একফোঁটা জলের মতো। 


Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই