মাঝে মনে হয় পালিয়ে যাই। কিন্তু কোথায় যাব কত টা যেতে পারবো? স্মৃতি গুলো যে তাড়া দিয়ে যায়। ব্যাস্ত আমি যেন বড্ড ব্যাস্ত। সুর্যের একটা দায়িত্ব আছে। চাঁদের ও আছে। নদীর আছে। প্রত্যকের সিমানা আছে। তৎসহ আমিও যেন কোন না কোন সিমানায় আবধ্ব। যা কিছু আনন্দ ফুর্তি দৌড়াদৌড়ি লম্ফঝম্প তাও ওই সিমানাতেই বাধ্য ভাবে করতে হবে। আলাদা গ্রহ তৈরি করতে পারি না। হাত পা মাথা কান্ড কেও আলাদা ভাবতে পারি না।
আজকে,
গাছপালা গুলো যেন এলো মেলো ভূতের মত। চামড়ায় আরাম দ্যায় ভালই। কিন্তু দল ছূটের মত মেঘেদের উত্তরে দৌড়নো। উপরের চাদের সেই এক রকম হাসি হাসি মুখ। আর নদীর পারে আজানের শব্দ + ঘেমো রুগির মত ট্রেনের কেমো শব্দ সহ জেগে ওঠা বিরক্ত পাখিদের চিল চিৎকার + উঃ করে যাওয়া প্লেনের বৈরাগ্য, বড্ড ওদ্ভূত লাগে। বিশ্বাস কর।
জানি দু এক দিনেই দেশের বুকে অনেক কিছু ওলোট পালোট হবে। কেউ জিতবে কেউ হারবে। কেউ হাসবে, কেউ বলবে আসছে ৫ বছরে আবার হবে? এভাবেই চলতে হবে, জানি তো।
কিন্তু প্রিমিটিভ অ্যাকশন মেপে কোথায় অগ্রীম সিচুয়েশনাল ফোরৃস রেডি করবো, সেটাই বুঝতে পারছি না। সারা দেশের ব্যাপার তো? সুতরাং