West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Tuesday, May 21, 2019

মাঝে মনে হয় পালিয়ে যাই। কিন্তু কোথায় যাব কত টা যেতে পারবো? স্মৃতি গুলো যে তাড়া দিয়ে যায়। ব্যাস্ত আমি যেন বড্ড ব্যাস্ত। সুর্যের একটা দায়িত্ব আছে। চাঁদের ও আছে। নদীর আছে। প্রত্যকের সিমানা আছে। তৎসহ আমিও যেন কোন না কোন সিমানায় আবধ্ব। যা কিছু আনন্দ ফুর্তি দৌড়াদৌড়ি লম্ফঝম্প তাও ওই সিমানাতেই বাধ্য ভাবে করতে হবে। আলাদা গ্রহ তৈরি করতে পারি না। হাত পা মাথা কান্ড কেও আলাদা ভাবতে পারি না। 
আজকে, 
গাছপালা গুলো যেন এলো মেলো ভূতের মত। চামড়ায় আরাম দ্যায় ভালই। কিন্তু দল ছূটের মত মেঘেদের উত্তরে দৌড়নো। উপরের চাদের সেই এক রকম হাসি হাসি মুখ। আর নদীর পারে আজানের শব্দ + ঘেমো রুগির মত ট্রেনের কেমো শব্দ সহ জেগে ওঠা বিরক্ত পাখিদের চিল চিৎকার +  উঃ করে যাওয়া প্লেনের বৈরাগ্য,  বড্ড ওদ্ভূত লাগে। বিশ্বাস কর।

জানি দু এক দিনেই দেশের বুকে অনেক কিছু ওলোট পালোট হবে। কেউ জিতবে কেউ হারবে। কেউ হাসবে, কেউ বলবে আসছে ৫ বছরে আবার হবে? এভাবেই চলতে হবে, জানি তো। 
কিন্তু প্রিমিটিভ অ্যাকশন মেপে কোথায় অগ্রীম সিচুয়েশনাল ফোরৃস রেডি করবো, সেটাই বুঝতে পারছি না। সারা দেশের ব্যাপার তো? সুতরাং

Sunday, May 19, 2019

ফেসবুক বলে কথা


এক্সিট পোলের দায়িত্ব ফেসবুক ইংক কে কি দেওয়া উচিত? তার তো শাখাও আছে? জিরো জিরো সেভেনে একটা সিনেমায় দেখিয়েছিল, মিডিয়া ব্যারন তথ্যের মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনছে। ভাবা যায়?

আর এতো ভীষন বৃহত্তম গনতন্ত্রের জীবনীশক্তির পরিচয়। যেন, মহাসাগরের নানা অধ্যায়ের জল বার বার আছড়ে পড়ছে ভারত ভূমিতে। সঙ্গে গ্রীষ্ম + মানুষের উত্তাপের পরিচয়। এটাও পরম প্রাপ্তি। রামায়ন মহাভারতের মত  এরো কয়েক কান্ড আছে। এ নিয়েও গোপন রিপোর্ট তৈরি হবে। একটা সিদ্ধান্তে আসা যাবে। প্রতিষেধক তৈরি হবে।

যাই হোক, লগারিদিম বলে একটা ব্যাপার আছে। তাতে পছন্দ অপছন্দ আছে। আমার পোলারাইসড মাথা, ডিসকোর্স, কমেন্ট, ছবি, আচরণের মাধ্যমে ধিরে ধিরে একটা সিদ্ধান্তেও আসা সম্ভব। আর সেই মতই আমার কাছে তথ্য আস্তে শুরু করে। আমার মোবাইলে শব্দ ছবিও রেকর্ড হয়। ডেটা তৈরি হয়। বাদ দিন এসব জটিলতা।
ফিরে আসি,
বৈঞ্জানিক দৃষ্টিকোণে, ডুবে যাই জ্যোতিষ শাস্ত্রীয় এক্সীট পোল ক্যারিষ্মা তে। আর দুদে ভাতে আমি ভাবি, প্রধাণমন্ত্রী, থাকুন না, বদ্রিনাথে, অসুবিধে কই? দেশ তথা আমাদের কথাই ভাবছেন নিশ্চয়। ভোট নির্বাচন এসব তো আসবে যাবে। কিন্তু ২৩ শে মে কাশ্মীর। যদি কিছু একটা ঘটে যায় তখন?
বাদ দিন। আমি ভাবছি ওখানে দু একটা বোমা টোমা বা আল পটকা গুলি। কিস্যু এসে যায় না দেশের। আমি ভাবছি গুলির বোর নিয়ে। সাইজ নিয়ে। যদি একটু ছোট হয় মন্দ কি? বোরে ধরবে অনেক। দূরত্ব গতিবেগ টাও মন্দ হবে না?
আসলে এসবি কথার কথা। গুরুত্ত্ব দেবেন না।

আমি ভাবছি আন্তর্জাতিক মিডিয়া বলতে যে তামাম সংবাদপত্র ও চ্যানেলের যুযুধান প্রশ্নকর্তা, তাদের  কথা। তারা আমাদের কাছে কি কি প্রশ্ন ছুড়ে দেবেন? আমরা কি গুরুত্ত্ব দেব?
মানে
১. যে যে আন্তর্জাতিক সংস্থা, য্যামন হু, অাই এল ও র মত সংস্থ্যা তাদের কিথা কি ভেবে দ্যাখার নয়?
২. ভোট পরবর্তী মুদ্রাস্ফিতি, তেলে বা শেয়ারের দামে কি এক্সিট পোল প্রভাব ফেলবে? তাতে দেশের আমার তোমার কি আসে যায়?
আশা করি ইন্টেলিজেন্স ফ্যাক্টর আবারো কাজ করবে।
আসলে বাঙালী যতই না উত্তরের ডাল মিশিয়ে খেতে ভালোবাসে, তার চেয়ে মাথা না চিবোলে যেন  শান্তি নেই। মাছের মাথা। ওটি চিবিয়েই তো শতাব্দীর গল্প তরান্বিত হয়।
অনুশোচনা রইলো, ব্রেভ হার্ট সিনেমাটা বাঙলায় অাজো দেখা হলো না।
(ছবি  টি নেট থেকে)

Tuesday, May 14, 2019

বন্ধ জানালায় সন্দেহ  যাদের
ক্ষমা করে দিও, নিরাপত্তা দিও না।

 রূপ, রস গন্ধ। তাদেরই। যাদের লড়াই ভারসাম্যের জন্য।
প্রকৃতি কাউকে করেনি বঞ্চিত। যা কিছু বুকে তার সঞ্চিত, তিলে তিলে করেছে দান।
এ তাঁর অামরণ, বন্য ভালোবাসা, প্রাণের জন্য।

এসবই  কথার কথা।
আমরা, যারা  খিদে পেলে খাই। ভালোবাসা পেলেও খাই। সময় টাকে। আনন্দ হলে, হেসে,লাফিয়ে, নেচে প্রতিক্রিয়া জানাই।
এসব কেন - আজ, শুধু বন্ধু, পরিবার, আমার জন্যই সীমাবদ্ধ।
মানুষের কেন গন্ডি আছে? কেন এর বায়রে যাওয়া মানা? জানতে ইচ্ছে করে না।
আজ দুপুরে আম কেটে নুন তেল মাখিয়ে প্লাস্টিকের ঝাঝরি ঝুড়ি তে ঢেকে, রোদে শুকোতে দেওয়া হল। ভালো আচার হবে। তোমরা এসো কিন্তু।
যাই হোক, আমার একটা মাথা আছে। মন আছে। হাত, পা আছে। আর যা যা আপনি দেখতে আশা করেন। রাগ, দুঃক্ষ, অভিমান, প্রতিবাদ এসওব আছে।
মনের প্রাচ্য আছে। পাশ্চাত্ব্য, দ্বিধা, শ্রদ্ধা আছে। কিন্তু জ্ঞান নেই। কারণ কান্ড খানি মূল শুদ্ধু তুলে শিল নোড়ায় বেটে দেওয়া হয়েছে।

Friday, May 3, 2019

কোটি কোটি অশিক্ষিত আর উন্নয়নশীল দেশে, মেন্টালি এক্সপ্লোয়েট হবার প্রচুর কারণ আপনি খুঁজে পাবেন। দুঃক্ষ এটাই যে, এটা তাড়া করে বেড়াবে পরবর্তী প্রজন্ম কেও।  

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই