West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Saturday, August 22, 2015

Scholarships 

SC/ST/OBC দের জন্য অনলাইনে কি ভাবে ফর্ম টা ফিল আপ করবেন।

To apply online pre-metric & post-metric Scholarships for SC ST & OBC students


1. www.http://oasis.gov.in
       এই লিঙ্ক টা খুলতে হবে।


2. এর পর Click করুন এই লিঙ্ক টা : Apply Now or StudentRegistration
 

3. নিজের জেলা বেছে নিয়ে ফর্ম টা ভাল ভাবে ফিল আপ করুন।
 ফটো, পারিবারিক আয়, আঁধার কার্ড নম্বর (আবশ্যিক নয়), sc/st/obc ইত্যাদির তথ্য আর সবচেয়ে জরুরি
মোবাইল নাম্বার/ ইমেল একাউন্ট।  যেখান থেকে আপনি আপনার আপ্লিকেশনের স্ট্যাটাস জানতে পারবেন।
4. ভাল ভাবে ফাইনাল দেখে নিয়ে জমা (submit) করুন।
5.এবার কম্পিউটার থেকে একটা স্বীকৃতির স্লিপ মানে (acknowledgement slip)
বেরোবে। ডাউন লোড করুন। সেভ রাখুন। প্রিন্ট করুন। * না হলে অ্যাডোব রিডার আছে কিনা দেখে নিন।
6. এই লিঙ্ক টি http://oasis.gov.in/ আবার খুলুন। লগ ইন করুন , প্রেস করুন Registered Student’s login
7. আপনি যে প্রিন্ট/ সেভ করেছিলেন, সেই তথ্য দিয়ে, login করুন। সেখানে user id, password & district থাকবে
8.  সাফল্যের সাথের লগিন করতে পারলে, বাকি পার্ট টা ফিল আপ করতে পারবেন।
9. Bank ইনফরমেশন ঠিক করে দেবেন। বাকি তথ্য গুলোও।
10. এরপর ভেরিফাই ও লক (Verify & Lock) বাটন আসবে, ঠিক করে, নয় তো কাজ করবে না। আর এক বার লক হয়ে গেলে আর কোনও তথ্য আপনি চেঞ্জ করতে পারবেন না।
11. এবার আপনাকে Application ফর্ম টা প্রিন্ট করতে বলবে। তালে আর কিসের দেরী! সেভ করুন প্রিন্ট করুন।
12. Form টা তে সাইন করুন।
13. Form টার সাথে আপনার সাম্প্রতিক একটি ফটো, আর বাকি সার্টিফিকেটের অ্যাটেসটেড কপি (sc/st/obc, income, education) দিয়ে
14.  Block area হলে Block Development Office বি ডি ওর অফিসে। আর Municipality/ Corporation area হলে  PO cum DWO/ DWO অফিসে জমা দিন।

ধন্যবাদ।
wbevents
9038098308



3 comments:

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই