West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Friday, December 8, 2017

খাদ্য বিভ্রাট ও দেবী বর্গভিমা:
বর্গভীমাতমলুকপূর্ব মেদিনীপুর


  সামান্য সূত্রে সেই সুদূর শ্যামনগর থেকে এখানে আসা। নিরামিষের নিয়মিত দৌরাত্বে জিভ বিদ্রোহী হয়ে উঠে ছিল। এবার আর নয়, নিদেন পক্ষে মাছের ঝোল ভাত এবার চাই-ই চাই। পাশেই হোটেলে বলে রেখে , চললাম,  মন্দির দর্শনে। ওমা, কি পরিছন্ন রে বাবা। আর নেতাজী সুভাষ, প্রেমানন্দজী মহারাজ এদের পদধূলী এখানে পড়েছে। দেখলাম নানা জনে বসে পড়েছে, ভোগ খাওয়ানো হবে। দেবী বর্গভীমার দর্শন আগেই সেরে নিয়েছি। তা আমরাই বা বাদ যাই কেন। পড়লাম বসে। এইবার নুন, লেবু, পোস্ত দিয়ে আলু ভাজা, ঘ্যাট, কপি চিংড়ী হ্যা আপনি ঠিক ই পড়ছেন। চিংড়ি, এরপর এলো গোটা গোটা বড় কাটা পোনা, তারপর ইলিশ বাপরে। আমার তো আক্কেল গুড়ুম। যা ভেবেছি। একজন বয়স্ক কালো চোপকান পরা কাছে এসে বিনীত ভাবে জিগালো: আপনারা?বরপক্ষ না কন্যাপক্ষ? নয়ন বরপক্ষ বলতে যাবে, পুরোটা বলার আগেই, আমি বলে ফেললাম, কলকাতা থেকে? বেড়াতে, উদ্দেশ্য নেহাতই ভোগ করা, মানে মানে, বুঝতেই তো পারছেন, এমন ভোগের উদ্দেশ্য নিয়ে, বসি. . .উনি কিছু একটা ভেবে, নানা ঠিক আছে ঠিক আছে। এরপর আর কি, খাবো কি? পেটে খিল ধরে আসছিলো। এ তুমি কি করলে মা? যা হোক পায়েস, চাটনী, মিস্টি খেয়ে তৃপ্তি নিয়ে উঠে এলাম। মনে মনে বর কনেকে আশীর্ব্বাদ দিতে ভুলিনি।
এখানে জনশ্রুতি আছে, যে, মায়ের দুয়ারে অতৃপ্ত মনে গেলে, তিনি তাকে তৃপ্তি দেন। এখন কথা হল, আমাদের সামান্য মৎস প্রীতি মা বর্গভিমাই কি পূর্ন করে দিলো? 

প্রিয় বন্ধু, আপনার একটু মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি।


'স্বচ্ছ ভারত'   কথাটার সঙ্গে আমরা সকলেই কম বেশী পরিচিত। এরও অনেক অনেক আগে জানতাম cleanliness is next to the godliness. অর্থাৎ পরিচ্ছন্নতা-তেই ভগবানের বাস। এটাতো খুউব জানা যে, what is 5-স্টার, 4-স্টার ইত্যাদি। সুযোগ সুবিধা পয়পরিষ্কার ইত্যাদি কারনেই হোটেলে রাঙ্কিং-এর বিচার। ভ্যালু কোয়ালিটি। এবার বলুন তো আপনি আপনার বাড়িকে নিজে রাঙ্কিংয়ে কত দেবেন? বা এমন কোন বাড়ীর কথা কি আপনি জানেন , যেটাতে রাঙ্কিংয়ে 5-স্টার দেওয়া যায়।

প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে, আমাদের বাড়িতে আমি নিজে ইন্সপেকশন করলে, বলতাম, আপনাকে 10 দিন সময় দিলাম। 

ভাবনা টা এড়িয়ে যাওয়া যাচ্ছে না


কিছুক্ষনের জন্য, যদি মরে যেতাম। অনেকেই  অন্যায় ভাবে মরছে। না হয় মরে গেলাম  বিশেষ কিছু ক্ষতি তো দেখতে পাচ্ছি না। আসলে খুবই লজ্জা করছে। নিজের জন্য, যখন ভাবনা গুলো কুরে কুরে খাচ্ছে। হয়তো আমাকে দিয়েই শুরু করতে হবে। charity begins at home. তবু, দেশেই তো বাস করি, জঙ্গল হলে অন্য কথা। আসলে বছর শেষ হয়ে আসছে, কি পেলাম কি দিলামের ভাবনা টা. . .
দেশ, কাল, সময়

মনে পড়ছে, কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী, ওনার উপস্থিতিতেই আত্মহত্যা সংঘঠিত হল। মনে পড়ছে, দিল্লি তে, সাউথের কৃষক রা আত্মাহুতি দিচ্ছে। সন্দেহ হচ্ছে, এটাই সেই কালো শতাব্দী নয় তো?

ডিজিটাল যুগ। একে আমি রীতিমত ভয় পাচ্ছি। কত কম খরচে জিও, ফোর জি। শিশুরা সহজেই ইউটিউব খুলে কার্টুন দেখছে। আপনার অনুপস্থিতিতে আপনার অজান্তে আর কি কি দেখে ফেলছে, আর ঘটিয়ে ফেলছে। তার দায় সরকারের নয়। অশিক্ষার কারণে অপব্যাবহার ধোপেই টিকবে না। হাজার একটা application. আপনার পছন্দ, অপছন্দ, কল লিস্ট, ঠিকানা, গলার স্বর, আপনার অনুমতি ছাড়াই ছবি ইত্যাদি যে misuse হচ্ছে না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে। হলেও বা কি। আপনি আমি কি করতে পারি, তার কোন সহজ উপায় আছে কি? আর যারা dark web এ ডুবে আছে, তাদের কথা তো বাদ ই দিলাম। মনে পড়ে দুমাস আগেই জার্মানী থেকে পুলিশ এসে সল্টলেক থেকে দুটো young ছোকরা কে ধরে নিয়ে গেল।

 নতুন উঠেছে, লাভ জিহাদ। কি ভয়ঙ্কর! ধর্ম প্রতিষ্ঠার নামে এসব কি হচ্ছে স্যার! প্রিয় প্রধানমন্ত্রী আপনি তো বিলক্ষণ জানেন, হয়তো বলবেন , খবর নিয়ে দেখছি। কিন্তু লাভ জিহাদের পক্ষে কটা যুক্তি গ্রাহ্য কারণ আছে? যার জন্য পরিষদ এ মহান বিপ্লবের সূচনা করলেন? এটাও তো এক প্রকার গণতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব, তাই নয় কি? যেদিকে তাকাচ্ছি, সেদিকেই খালি ধর্ম ধর্মে খেয়া খেয়ি। আগেও তো ছিল। বাট ইতনা বড় চড় কে তো উড়ছিল না। আমি অত্যন্ত লজ্জিত, কারণ, কল্যাণ সিংহ (যিনি বাবরি মসজিদ ধূলিসাৎ এ জড়িত) কে আপনারা রাজ্যপাল বানিয়েছেন। আপনাদের পার্টি চিফ, তার আশীর্বাদ নিচ্ছেন। এসবের মানে কি। গতকাল ও একটা ভিডিও দেখলাম, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি, আসারাম বাপুর সঙ্গে ভজন গাইছে। হয়তো পুরোনো, কিন্তু এসব কান্ডকারখানা মোটেও সুখকর নয়।

আমার কেন জানি না, এরম ফিল আসছে যে, দেশের প্রত্যেক রাজ্যে যোগী আদিত্যনাথের মত মুখ্যমন্ত্রী আপনারা প্রতিষ্টিত করতে চান। হাল চাল দেখে এটাও মনে হচ্ছে যে, plenipotentiary মানে বার্চস্য মানে দেশ হবে সম্পূর্ন হিন্দু মালিকানাধীন, এমন টাই যেন উদ্দেশ্য। তারমানে ধর্ম লড়াই চলবেই। কিন্তু মানুষ মৃত্যুতেই আমার যত আপত্তি। অথচ, এড়ানোর উপায় নিয়ে ভাবছি। বাবরী মসজিদ ধূলিসাৎ আপনাদের বিবেচনায় সঠিক সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু কত শত সাধারণ মানুষ এই রাজনীতি আর ধর্মীয় কারণে মরে যায়, আমার মনে পড়ছে ইন্দিরা গান্ধী কে নৃশংস হত্যার কারণে কত শত সাধারণ মারা গিয়েছিল। আমার  মনে পড়ছে, তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চড় মারার জন্য, ছেলেটির পরিণতি কি হয়েছিল। তবু ভারতবর্ষ আমার সংযমী দেশ। দুঃখ প্রকাশ করে। জনসাধারণের টাকা দিয়ে ক্ষতিপূরণ এর ব্যাবস্থা করে। ডিজিটাল হয়ে একটা সুবিধা হয়েছে, দশদিকের খবর পাওয়া যাচ্ছে। তাতে একটা পসিটিভ বার্তা নিশ্চই পাই, নেতাদের অধিকাংশই সত্যি মানুষের জন্য কাজ করেন। কিন্ত অজান্তে নেহাতই ভুল ভ্রান্তি তা, তার জন্য সাধারণ কে বড় বড় গুনাগার দিতে হয়।

কোথাও জেনে ছিলাম, স্বদেশে পূজ্যতে রাজা. . . আর এখানে ঠগ বাছতে গাঁ যে উজাড় হয়ে গেল। যাদের দেওয়া হয়েছে, বৈঠা বইতে, তারা জল না কেটে আমার আপনার মাথাতেই সেই বৈঠা ভাঙতে উদ্দত। এখানে মন্ত্রী মশাই খুল্লম খুল্লা বলছেন, খাও ভাই ভাগ করে খাও। দিল খুলে টাকার হের ফের, তবু আমি ভালই আছি। নির্লজ্জের মত ঢাক পেটাচ্ছে।  উৎসবে উৎসবে দেশ কাল সময়ে এই যে ফুল মার্ক্স পাবার চেষ্টা, তা হয়তো অদৃষ্টের পরীক্ষক সঠিক সময়ে সঠিক মূল্যায়ন করবে। 

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই