ভালো হয়ে গেছি,
ভালো টা যে ছিল,
বেঁধে মন চেপে, ফুটফুটে আগুন,
মন ভালো করে দিল।
কথাগুলো শুনে, আসলে মনে লেগেছিল,
ঘুম খাওয়া দাওয়া আজব হয়েছিল।
ভালো যে সে বাসা, ওটাই বড় খাঁসা
গোঁসা করি মিছে, ভালো টা যে দষা।
আশা নিয়ে বাঁচি, ভুলি মশা মাছি,
বৃথা চেঁচামেঁচি, এই ভালো আছি।
ভালো হয়ে গেছি, ভালো হওয়াটা ছিল,
ভালো করে ভাবি, কি যেন বাকি ছিল?
সেটা শেষ পাত্তিঃ
গরম কালে, 'একটি বিরাট প্রতিযোগিতা' নাম দিয়ে রাত দুপুরে ছোট্ট মাঠে পিং পিং, ফুটবল খেলা হত। এখুনো হয়। ঠান্ডায় ব্যাডমিনটন। টিং টং। এটাই আসলে বড় কথা, তা কিন্তু নয়।
মাঠ বড় হলে, বিরাট প্রতিযোগিতায়
স্বপ্ন মেধার ঘোড়াও কাজে লাগানো হয়।
দৌঁড়া বেটা, ছোট কত জোরে পারিস ছোট। ভয় কি?
অভ্যাস বশতঃ ঘোড়াগুলো ছুটতে থাকে। স্বপ্নমেধার ঘোড়াগুলো অতশত বোঝে না। চোখে কি একটা লাগানো। শুধু সামনে টাই দেখা যায়। ওই যে বাতাস কেটে দৌড়, এর চে বেশি ভাবতে চায় না। ভাবতে চায় না, কে বা কারা এ নিয়ে অভ্যাসের বাজি খেলছে। ভালো করে কেশরের রঙ দেখে শাফল করে বেশ গুছিয়ে তাস ফেলছে।
কোথাও লেখা নেই যে, শেষ তাস কে ফেলবে? তাই তার আগে পর্যন্ত স্বপ্নমেধা খোর ঘোড়াগুলো কে ছুটতে হবে। বা এটাই শর্ত কিনা!
ঘোড়া গুলো একে অপরের দিকে তাকিয়ে কেশর ঝাঁকায়। লেজ আছড়ায়। আর খুব দৌঁড়ায়।
দৌড়তে হয়৷ দৌড়ানো টা মজ্জায়।
তাই।
ভালো টা যে ছিল,
বেঁধে মন চেপে, ফুটফুটে আগুন,
মন ভালো করে দিল।
কথাগুলো শুনে, আসলে মনে লেগেছিল,
ঘুম খাওয়া দাওয়া আজব হয়েছিল।
ভালো যে সে বাসা, ওটাই বড় খাঁসা
গোঁসা করি মিছে, ভালো টা যে দষা।
আশা নিয়ে বাঁচি, ভুলি মশা মাছি,
বৃথা চেঁচামেঁচি, এই ভালো আছি।
ভালো হয়ে গেছি, ভালো হওয়াটা ছিল,
ভালো করে ভাবি, কি যেন বাকি ছিল?
সেটা শেষ পাত্তিঃ
গরম কালে, 'একটি বিরাট প্রতিযোগিতা' নাম দিয়ে রাত দুপুরে ছোট্ট মাঠে পিং পিং, ফুটবল খেলা হত। এখুনো হয়। ঠান্ডায় ব্যাডমিনটন। টিং টং। এটাই আসলে বড় কথা, তা কিন্তু নয়।
মাঠ বড় হলে, বিরাট প্রতিযোগিতায়
স্বপ্ন মেধার ঘোড়াও কাজে লাগানো হয়।
দৌঁড়া বেটা, ছোট কত জোরে পারিস ছোট। ভয় কি?
অভ্যাস বশতঃ ঘোড়াগুলো ছুটতে থাকে। স্বপ্নমেধার ঘোড়াগুলো অতশত বোঝে না। চোখে কি একটা লাগানো। শুধু সামনে টাই দেখা যায়। ওই যে বাতাস কেটে দৌড়, এর চে বেশি ভাবতে চায় না। ভাবতে চায় না, কে বা কারা এ নিয়ে অভ্যাসের বাজি খেলছে। ভালো করে কেশরের রঙ দেখে শাফল করে বেশ গুছিয়ে তাস ফেলছে।
কোথাও লেখা নেই যে, শেষ তাস কে ফেলবে? তাই তার আগে পর্যন্ত স্বপ্নমেধা খোর ঘোড়াগুলো কে ছুটতে হবে। বা এটাই শর্ত কিনা!
ঘোড়া গুলো একে অপরের দিকে তাকিয়ে কেশর ঝাঁকায়। লেজ আছড়ায়। আর খুব দৌঁড়ায়।
দৌড়তে হয়৷ দৌড়ানো টা মজ্জায়।
তাই।