আজকে রবিবার। খুব ভালো দিন। দেরি করে ওঠার দিন।
অনেকের আজ ছুটি থাকে। বাজারে ভীড় বেশি হয়। অনেকে মাংস কেনে। মাছ কেনে। ডিম কেনে। গরম কচুরি খায়। কিছু বাজারের ব্যাগ থেকে পিঁয়াজকলি বেরিয়ে থাকে। শাক টাক, সজনে ডাঁটা বেরিয়ে থাকে।
গতকাল টাও ভালো দিন ছিল। আজ আকাশ মেঘলা করে আছে। পাখি ডাকছে। কা কা, পিড়িক পিড়িক। কুয়াশা খানিক আছে। ঠান্ডা মোটামুটি একরকম। জাঁকিয়ে মোটেই না।
ভজ গৌরাঙ্গর দেরি সয় না। ভোরেই গঙ্গায় ডুব দিয়ে এসেছেন। ওনাকে যেতে হবে ভট্টপাড়ায়। কীর্ত্তন আছে। উনি এখন কপালে ইংরেজি ইউ এর মত ফোঁটা টানছেন। সামনের ২৬-শে বড় পালা। নতুন বাঁধা গান গুনগুন করছেন।
রাধে তুমি আসবে বলে,
মন ফেলছো ক্যামন ফাঁদে,
নিতাই তোমায় হরি বলে,
বৈকুন্ঠ মন যে কান্দে।
সন্ধে সকাল দিন ভুলে,
মন আশায় বাঁধে ঘর,
চোখের জলে ভাসিয়ে ওগো,
কাটে কত প্রহর।
কই গো চা টা দেবে!
রান্নাঘর থেকে, এই যে যাই গো। দু'টো লুচি ভেজেই দিচ্ছি।
ভজগৌরাঙ্গর ছেলে কুশল। ওর মেজো কাকা জাপান থেকে নতুন ক্যামেরা পাঠিয়েছেন। ওটাই নিয়ে এখন ছাদে। পাখিদের দিকে তাক করলেই উড়ে যাচ্ছে। সামনের সংক্রান্তি তে ও বন্ধুদের নিয়ে যাবে গঙ্গাসাগরে। চক্রবর্তী স্যারের একটা ওয়ার্কশপ আছে।
চক্রবর্তী স্যার কে সবাই ভালোবাসে। উনি আবার পার্টি ভালোবাসেন। উনি নতুন করে ভাবতে বলেন। উনি বলেন তিনি বেশ আছেন।
অনেকের আজ ছুটি থাকে। বাজারে ভীড় বেশি হয়। অনেকে মাংস কেনে। মাছ কেনে। ডিম কেনে। গরম কচুরি খায়। কিছু বাজারের ব্যাগ থেকে পিঁয়াজকলি বেরিয়ে থাকে। শাক টাক, সজনে ডাঁটা বেরিয়ে থাকে।
গতকাল টাও ভালো দিন ছিল। আজ আকাশ মেঘলা করে আছে। পাখি ডাকছে। কা কা, পিড়িক পিড়িক। কুয়াশা খানিক আছে। ঠান্ডা মোটামুটি একরকম। জাঁকিয়ে মোটেই না।
ভজ গৌরাঙ্গর দেরি সয় না। ভোরেই গঙ্গায় ডুব দিয়ে এসেছেন। ওনাকে যেতে হবে ভট্টপাড়ায়। কীর্ত্তন আছে। উনি এখন কপালে ইংরেজি ইউ এর মত ফোঁটা টানছেন। সামনের ২৬-শে বড় পালা। নতুন বাঁধা গান গুনগুন করছেন।
রাধে তুমি আসবে বলে,
মন ফেলছো ক্যামন ফাঁদে,
নিতাই তোমায় হরি বলে,
বৈকুন্ঠ মন যে কান্দে।
সন্ধে সকাল দিন ভুলে,
মন আশায় বাঁধে ঘর,
চোখের জলে ভাসিয়ে ওগো,
কাটে কত প্রহর।
কই গো চা টা দেবে!
রান্নাঘর থেকে, এই যে যাই গো। দু'টো লুচি ভেজেই দিচ্ছি।
ভজগৌরাঙ্গর ছেলে কুশল। ওর মেজো কাকা জাপান থেকে নতুন ক্যামেরা পাঠিয়েছেন। ওটাই নিয়ে এখন ছাদে। পাখিদের দিকে তাক করলেই উড়ে যাচ্ছে। সামনের সংক্রান্তি তে ও বন্ধুদের নিয়ে যাবে গঙ্গাসাগরে। চক্রবর্তী স্যারের একটা ওয়ার্কশপ আছে।
চক্রবর্তী স্যার কে সবাই ভালোবাসে। উনি আবার পার্টি ভালোবাসেন। উনি নতুন করে ভাবতে বলেন। উনি বলেন তিনি বেশ আছেন।
No comments:
Post a Comment