--- গ্রহেই যখন আগ্রহ, বিগ্রহ তবে কিসে? ---
১. কলমচি যখন বাবুর্চি, মিলেমিশে মনের খোলা ছাতে,
দু'হাত পেতে রান্না করে, হাসি কান্না মেখে পেট ভরে। ওরে মন। তাই না হয় হোত।
আলতো হাওয়ায় মুর্চ্ছিত। হাসছো তো। আচ্ছা, তুমি বলেই কি হাসছো না? বলো না লজিক ম্যাজিক করে,
এ গ্রহে আগ্রহ যাদের, তারা কি পূজিত হতে পারতো না?
বিন্দু হতে সিন্ধু তো, ইন্দ্রীয়াতীত হয়ত না।
দেয়ালা করে দিচ্ছ ক্ষত, নাকি লিখে রাখছো সান্তনা!
২. এত যত্রতত্র শীব, আসি আসি করে,
শব্দ গুলো কে মাঠে ছেড়ে দেয়। কি করে অহরাত্র বাজায় বাঁশি। বল না?
কখুনো বা হাতের মুঠোয় ফোন টোন বা জলের মতই গল্প।
পালক নরম মন গলে টলে, সময় যে বড়ই অল্প।
আলাপে, গোলাপে, সন্ধে নেমেছিল। আতর গন্ধে রাত বেরাত কবে থেমেছিল?
সন্তান আসে, ফুটতেই ছিল সময়ের আঁচে। কিছু মন্দিরে কিছু দরগায়। শুনেছি শীব এভাবেও বাঁচে।
আর বিজ্ঞান দিয়ে যদি একটা আস্ত সুর্য গড়ে তোলা যেত? নিদেন পক্ষে একটা গ্রহ। তাহলে হয়তো বা ক্ষমা, বিচার, প্রার্থনা চাওয়া যেত।
মায়াবনের সিদ্ধার্থ বলেছেন, হবে সব হবে। তিষ্ঠ।
১. কলমচি যখন বাবুর্চি, মিলেমিশে মনের খোলা ছাতে,
দু'হাত পেতে রান্না করে, হাসি কান্না মেখে পেট ভরে। ওরে মন। তাই না হয় হোত।
আলতো হাওয়ায় মুর্চ্ছিত। হাসছো তো। আচ্ছা, তুমি বলেই কি হাসছো না? বলো না লজিক ম্যাজিক করে,
এ গ্রহে আগ্রহ যাদের, তারা কি পূজিত হতে পারতো না?
বিন্দু হতে সিন্ধু তো, ইন্দ্রীয়াতীত হয়ত না।
দেয়ালা করে দিচ্ছ ক্ষত, নাকি লিখে রাখছো সান্তনা!
২. এত যত্রতত্র শীব, আসি আসি করে,
শব্দ গুলো কে মাঠে ছেড়ে দেয়। কি করে অহরাত্র বাজায় বাঁশি। বল না?
কখুনো বা হাতের মুঠোয় ফোন টোন বা জলের মতই গল্প।
পালক নরম মন গলে টলে, সময় যে বড়ই অল্প।
আলাপে, গোলাপে, সন্ধে নেমেছিল। আতর গন্ধে রাত বেরাত কবে থেমেছিল?
সন্তান আসে, ফুটতেই ছিল সময়ের আঁচে। কিছু মন্দিরে কিছু দরগায়। শুনেছি শীব এভাবেও বাঁচে।
আর বিজ্ঞান দিয়ে যদি একটা আস্ত সুর্য গড়ে তোলা যেত? নিদেন পক্ষে একটা গ্রহ। তাহলে হয়তো বা ক্ষমা, বিচার, প্রার্থনা চাওয়া যেত।
মায়াবনের সিদ্ধার্থ বলেছেন, হবে সব হবে। তিষ্ঠ।
No comments:
Post a Comment