West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Monday, April 27, 2015

১. আজও বাংলার বুকে গনতন্ত্র প্রতিষ্ঠা হয় না।
২. হঠাৎ করে দুষ্কৃতির সংখ্যা বেড়ে যায়।
৩. সংবাদ মাধ্যম নির্দ্বিধায় বলে, পুলিস - 'নিধিরাম সর্দার।'
৪. স্কুল/কলেজ ছাত্রছাত্রীরা প্রভাবিত হয়। তা সে যে দলের হোক।
৫. এবারের পুরো ভোট, কাশ্মীরের (POK) জন্য হলে কেমন হত?
৬. প্রশাসনের বায়রে অস্ত্র তুলে নেওয়া, উৎসাহ দেওয়ায় কারা থাকে? উত্তর নেই।
  তবু আমি জানি, তারা পশ্চিমবঙ্গেই বাস করে।
৭. আধুনিক শিক্ষা বলছে, অন্যায় দেখব, চেপে যাব। দুদিন পরে তো
   মোমবাতি মৌন মিছিল! তখন পাপ ধুয়ে নেব।
৮. এসব কথার কথা। সিলেবাসে থাকে না।
৯. কারন আগেও হত, এখনো হয়েছে, আগামি দিনেও হবে।
১০. কে ভূমিকা নেবে? কার অত বড় বুকের পাঁটা?
    সে প্রশ্ন ওই দুষ্কৃতি দের জন্যই তোলা থাকুক। হয়তো তাদের মধ্যে থেকেই আশুতোষ বা বিনয় বাদল দিনেশ অথবা মাতঙ্গিনী উঠে আসবে। কিম্বা আরও বেশী কিছু?
১১. আজকে দেশের নিরাপত্তা ছাড়া, আর কোনও বিষয়ে মানুষ নিরাপত্তা
    পায় না।
১২. টিভিতে খবরে, একটা খোপে দেখায় হামলা চলছে, বাঁ দিকে দেখি, জাপানি তেল, নিচে বাবা দেবের কবচ। আর দু চার মিনিট অন্তর অন্তর
    একজন সঞ্চালকের মুখ ভেসে ওঠে, স্টাইলে বুঝিয়ে দেন, উনি রাত দশটায়
    দেশ উদ্ধারের কাজে ব্রতী হবেন।
১২. এ সমস্ত না না সু-কর্মের মধ্যে দিয়েই হয়তো মানুষ মুক্তির পথ খুঁজে পাবে।
    
          দুঃখ একটাই, আমরা 'বন্দে মাতরম্' মন্ত্রের স্বাদ পেলাম না।

Thursday, April 23, 2015

এ কেমন ভাল থাকা?


দিন কে দিন যা সব ঘটে চলেছে, দেখে শুনেই যাচ্ছি। করার কিসসু নেই। ট্যাঁ ফো কল্লেই ব্যাস! 

ব্যাস তো হল। কিন্তু তারপর! 

আবার চলছে চলবে। কবে যে সত্য যুগ আসবে কে জানে। 

দেশের গভীরে যে শনির দশা। 

এখন খুব কম যায়গা আছে যেখানে মাটি খুঁড়লে ভাল টাটকা মাটি পাওয়া যায়। আবর্জনায় ভর্তি, প্লাস্টিক থেকে শুরু করে ভোটে প্রার্থীর লিস্ট   কি নেই? 

ফসল নষ্ট হলে, সঙ্গে সঙ্গে দায়িত্ব নেবার কেউ নেই। 

খরা তে পানীয় জলের আজও অভাব। ওদিকে খান্নার বাড়ির ছাদে ট্যাঙ্কি থেকে জল উপছে পড়ে যাচ্ছে। কে বারন করবে? ওরা নিজেরা...। বাওয়া?

নদীর ধারে মানুষ আজও পায়খানা করে সুখ পায়। 

মেয়েদের জন্য ভাল বাথরুম দূরে থাক, চাপতে চাপতে শরীর টাই খারাপ হয়ে গেল। যাঃ

বিদেশীরা আমাদের দেশ নিয়ে আমাদের নোংরামি নিয়ে দামি দামি ডকুমেন্টারি তৈরি করে, এদেশেও তৈরি হয়! কিন্তু কি লাভ বলতে পারেন? হেঃ হেঃ আজ্ঞে পুরুস্কার, নাম ডাক এই আরকি। কিন্তু এতো গুলো মানুষ, এতো এতো টাকা, এদের তো দোষ নেই। আমরা কি আমাদের সমস্যা গুলো কি সত্যি জানি না? তাহলে, স্কুল গুলো তে কেন.........

ও বাব্বা! মায়ের কাছে মাসি এয়েচে, আমার নাতুর খুব ফুর্তি, গল্প জমেছে।

অথচ দেশ স্বাধীন হবার পর, প্রত্যেক বছর হাজারো নতুন অফিসার, নেতার  জন্মে তে কোনও খামতি নেই। লুটে পুটে নিয়ে খাচ্ছে। আরে দেশ টাকে কে খাওয়াবে? 

 

এর ভাইপো, ওর ছেলে, তার জ্ঞাতি, গুষ্টির পিণ্ডী করে, এখনো চলছে সেই আদিম খেলা। তবে এই খেলায় যে সুখ আছে, অনস্বীকার্য। কেবলের দুনিয়ায় শত শত ধর্মরাজের সঙ্গে আজ আমরা পরিচিত। তাদের কজন কবার দেশ উদ্ধার করল, সে খবর আমার জানা নেই।

টাকা পয়সা বেজায় উড়ছে।

সঙ্কেত বিষাক্ত বায়ুর শরীর বয়ে নিয়ে বেড়াচ্ছে। 

কিন্তু শা... সংবিধানের লেখা গুলোর তাহলে কি হবে? 

ধুত্তর নিকুচি করেছে।

 

তবে তাই হোক। তুমি এবার থামো।


আপনার লোকাল সাপোর্ট হিসেবে রয়েছি।
একবার মুখ ফুটে বলে ফেলুন না, কি চাই,
আর
কেন, কি ভাবে, কার জন্য, কিসের জন্য -- ব্যাপার গুলো আমাদের উপর ছেড়ে দিন।
যে কোনও সময় সাহায্য করার চেষ্টা তো আছেই। কারন একটাই, নতুন ভাবে প্রযুক্তি কে কাজে লাগিয়ে আরও বেশী জনের কাছে পৌঁছে যাওয়া। খুব বড় বড় ইভেন্ট হাউসের মতো ল্যাব হয়তো আমাদের নেই, কিন্তু যা আছে, তা দিয়ে ...

পারসোনালাইসড্ হোক আর একদম নরমাল বা ধরে নিন চক্ষুঃ ছানাবড়া টাইপ,
পাবেন, যেমন চান, পাবেন, ভ্যালু অ্যাডেড সারভিস টা ও ভালই বুঝি। সময় জ্ঞান, কোয়ালিটি ইত্যাদি জরুরি ব্যাপারে, কর্পোরেট কালচার কেও হার মানিয়ে দিতে পারি।

 নাঃ নাঃ অতিশয়োক্তি করছি না, কিম্বা 'অহঙ্কার' ওটাও একদম বাদ, জাস্ট প্রাকটিস চালিয়ে যাওয়া আরকি।

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই