প্রার্থনায় চাওয়া পাওয়াঃ
আমরা যারা তীব্র প্রতিজ্ঞাবদ্ধ আর এত টা সঙ্গবদ্ধ, যে প্রতিঘাতে এবার সহস্র জন্মাব।
দয়া করে, ওগো অনুগ্রহ কর। আছো যখন
আঘাত হানো, কিন্তু হাসতে হাসতে, শোনো। কাউকে মঁচকে বাঁকিয়ে নাড়িয়ে, দূরে ঠেলে দিও না।
চাই না আমিও।
দলে পিষে অন্ধ করে রক্ত টাকেও শুষে নিচ্ছো, নিও না গো। এ ত যে শূন্যতায় হাসছো, তাও চাই নি গো।
অজ্ঞীকার করিয়েদের বোলো, হতে স্পার্টাকাস বা স্মাইলিং বুদ্ধের মত, ক্ষেত্র প্রস্তুত। অনেকেই ত
যুদ্ধ চায় না বদলে শান্তি চাই আমিও।
পাশাপাশি
তুমি আমারে রক্ষা করো, ঘৃনা পাপ তাপ সব কিছুর উর্ধ্বে আমায় উর্বর করো, প্রকৃতির মত। সমস্ত পাপ তাপ শোষন করো।
কিন্তু সে শক্তি তুমি দিও না, যা প্রাণ হরণ করে।। রুক্ষ করে, চঞ্চল করে, শান্তি আনন্দ বিঘ্নিত করে।।
আমায় দাও তোমায়, যা সইতে পারি। সে শক্তিশালী মন্ত্রে আমায় ভূষীত কর, যা আমায়, তোমায় দেখাতে নির্দেশ করে। দীক্ষিত কর। প্রতি মুহূর্তে সাহায্য কর, সেই মন্ত্রে, যাতে আমার আমি কে খুঁজে পাই। তুমি রুষের নয়, মহিষাসুরের নয়, তুমি সেই পৌরুষেয়।
যার গান বাজে, লোকারন্যময়। তুমি অজেয়, অসম, অদ্বিতীয়া। শ্বাসরুদ্ধকর সময়ে, তোমাতে লূটিছে প্রাণ, তুমি জাগো। তোমার জাগার সময় আসন্ন।
জাগো দূর্গে। আমার দূর্গতী নাশ কর। দূর্গতিনাশিনী,
পুজো তে নয়, আমাকে দূরদৃষ্টি তে দূর্দশায় খুঁজো। আমার ভালো কর। মঙ্গল কাসর, ঘন্টা, শংখ বাজাতে নির্দেশ করো।
বীর বীরাঙ্গনার মন্ত্র দাও এটাই এগোনোর সেই শ্রেষ্ঠ পথ। বলিয়ান হবার মন্ত্র দাও। আনন্দ দাও প্রভূ। ভক্তি দাও। জ্ঞান দাও।
শান্তি দাও হে প্রভু, সকলে মিলে সুখে শান্তি তে,আমার মুক্তি দাও সে হাজার জানলায় তোমার বাতাসের অপেক্ষায় প্রভু। তুমি এসো। এসো।
আমরা যারা তীব্র প্রতিজ্ঞাবদ্ধ আর এত টা সঙ্গবদ্ধ, যে প্রতিঘাতে এবার সহস্র জন্মাব।
দয়া করে, ওগো অনুগ্রহ কর। আছো যখন
আঘাত হানো, কিন্তু হাসতে হাসতে, শোনো। কাউকে মঁচকে বাঁকিয়ে নাড়িয়ে, দূরে ঠেলে দিও না।
চাই না আমিও।
দলে পিষে অন্ধ করে রক্ত টাকেও শুষে নিচ্ছো, নিও না গো। এ ত যে শূন্যতায় হাসছো, তাও চাই নি গো।
অজ্ঞীকার করিয়েদের বোলো, হতে স্পার্টাকাস বা স্মাইলিং বুদ্ধের মত, ক্ষেত্র প্রস্তুত। অনেকেই ত
যুদ্ধ চায় না বদলে শান্তি চাই আমিও।
পাশাপাশি
তুমি আমারে রক্ষা করো, ঘৃনা পাপ তাপ সব কিছুর উর্ধ্বে আমায় উর্বর করো, প্রকৃতির মত। সমস্ত পাপ তাপ শোষন করো।
কিন্তু সে শক্তি তুমি দিও না, যা প্রাণ হরণ করে।। রুক্ষ করে, চঞ্চল করে, শান্তি আনন্দ বিঘ্নিত করে।।
আমায় দাও তোমায়, যা সইতে পারি। সে শক্তিশালী মন্ত্রে আমায় ভূষীত কর, যা আমায়, তোমায় দেখাতে নির্দেশ করে। দীক্ষিত কর। প্রতি মুহূর্তে সাহায্য কর, সেই মন্ত্রে, যাতে আমার আমি কে খুঁজে পাই। তুমি রুষের নয়, মহিষাসুরের নয়, তুমি সেই পৌরুষেয়।
যার গান বাজে, লোকারন্যময়। তুমি অজেয়, অসম, অদ্বিতীয়া। শ্বাসরুদ্ধকর সময়ে, তোমাতে লূটিছে প্রাণ, তুমি জাগো। তোমার জাগার সময় আসন্ন।
জাগো দূর্গে। আমার দূর্গতী নাশ কর। দূর্গতিনাশিনী,
পুজো তে নয়, আমাকে দূরদৃষ্টি তে দূর্দশায় খুঁজো। আমার ভালো কর। মঙ্গল কাসর, ঘন্টা, শংখ বাজাতে নির্দেশ করো।
বীর বীরাঙ্গনার মন্ত্র দাও এটাই এগোনোর সেই শ্রেষ্ঠ পথ। বলিয়ান হবার মন্ত্র দাও। আনন্দ দাও প্রভূ। ভক্তি দাও। জ্ঞান দাও।
শান্তি দাও হে প্রভু, সকলে মিলে সুখে শান্তি তে,আমার মুক্তি দাও সে হাজার জানলায় তোমার বাতাসের অপেক্ষায় প্রভু। তুমি এসো। এসো।
No comments:
Post a Comment