West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Sunday, July 28, 2019

এতটাও অদ্ভূত ছিলাম না। কি করে যেন, এখন,  অদ্ভূত তর ভূত ভুতুম্বির মত মনে হচ্ছে। বুঝতে পারছি না। হয়ত এমন টাই চেয়েছিলাম। গ্রাফ টা মনের কমছে না ভাবনার, না অন্য কিছু, বোঝা মুশকিল নয়।

দেশের গলায় সোনার মেডেল আর চাঁদের হাসি গায়ে মেখেও, ভূলতে পারি না, এ বিবিধ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ।
দেশের ইতিহাসে এখন সবচে বেশি সৈন্যের মৃত্যু। রোজ ৪৫০০ শিশু মৃত্যু।
দেশের সাধারণ মানুষ নাকাল, তার অর্থের অপচয় দেখে। ওরা কারা, মুঠো মুঠো অনুদান পায়। কেন পায়?
এটা ওটা যা খুশি বলে মানব গুষ্টির ষষ্ঠী পুজো হচ্ছে। যাতা বলে এ ওকে ক্যলাচ্ছে ও তাকে বেঁধে মারছে। বাড়ছে না কমছে? কারা হাসছে তা আন্দাজ করতে পারি। কারণ বিষে বিষে বিষক্ষয়।

এসব এখানে সার্বিক ভাবে আলোচনার জায়গা নয়, এ সব গুলো চাঁদের গর্তের মত। এ সওব আলোচনা গায়ে গতরে ঠ্যালাঠেলি তে সপাটে গর্তে। এতে ভারতবাসীর কোমরেও চোট তৈরি হচ্ছে।

 ছোটবেলা তেও দেখেছি। আজ ও দেখছি। মার শালা বোম মেরে দে। প্যাদানী, ক্যালানো। ভয় দেখানো। সেই চলছেই।
কিছু বলা যাবে না। শুধু দেখো আর মুচকি মুচকি  হাসো। আশায় আশায় বাঁচো।  ভগবান রক্ষা করবেন। সেখানে সব পেশার নাগরিক নিজের রক্ষায় অক্ষম।  তাকে যে ভগবান ও দূর করে তাড়িয়ে দেবে।
গোলি মার ভেজ্জে মে। ভেজা শোর করতা হ্যায়। রাম গোপাল ভার্মার 'কোম্পানি' ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে। হয়ত কাল্টে পরিণত।
এখন,
ডিজিটাল ইন্ডিয়ায়, কি ভয়ানক নৃশংসতা হোয়াটস অ্যাপের মাধ্যমে হিংস্র করে ছড়ানো শুরু হয়েছে। কবে থেকে?
ঘরে চাল ডাল শিক্ষা স্বাস্থ্য না থাক। ভগবান আর বিশ্বাস টাই সব। গরিবের বুকে আঁকড়ে রাখা এ ভগবান আর বিশ্বাসের  নামে
চোখে সামনে এ কি দেখছি? ধর্মের নামে জিনিশ প্রসাদের মত বিক্রি হয়ে কোটি মুনাফা লুটছে সাধুর বেশে কিছু অসাধু ব্যাক্তি।
চোখের সামনে দেখছি ধর্মের নামে কি যাতা হচ্ছে। তার মানে কি আগে হত না। হত, হচ্ছে এবং বাড়ছে। 
আসলে, দেশ বিপদে আছে না বিপদে ছিল সেটাই বোঝা মুশকিল। আমার মনে হচ্ছে যতদিন যাচ্ছে, তত দেশের মানুষের বিপদ বাড়ছে।
নোট বাতিলে হাইয়েস্ট বেকারত্ব। ভয়ানক।  জিনিশপত্রের আগুন মূল্য। গরু অক্সিজেন দিচ্ছে। লোকে চো চো করে পেচ্ছাপ খাচ্ছে। অথচ দেশ মাংস রপ্তানী তে পৃথিবীতে দ্বিতীয়।
এই সেই গঙ্গা। যে নদীর ধারে আজো হেগে ছুচিয়ে দাঁত মেজে কুলুকুচি করে, ডুব দিয়ে পুণ্যি অর্জন করছি। কোন শালা আছে আমায় আমার এ পবিত্র কাজ থেকে বারণ করে?
গাছের শেকড়ের মতো নদীর শাখা প্রশাখা গুলো বুজিয়ে গড়ে উঠছে বড় বড় হোটেল, আলিশান মহল বাড়ি। কোন শালা আছে, প্রকৃতির অভিষাপ থেকে আমায় রক্ষা করে?
কত কত কথা তো থেকেই গেল। বা বাষ্প হয়ে উড়ে গেল। বাদ দিন।
ওদিকে বর্ষার দেবী কে পুজো করবো কি? বোঝা মুশকিল। ঘুরিয়ে আশীর্বাদ দিচ্ছেন নাকি অন্য কিছু। বাদ দিন
আসুন,  ভালো ভালো আলো আলো দিকে মুখ ফেরাই।
একটি প্রস্তাবঃ বই তে যেমন আছে। এবার প্রত্যেক মিডিয়া তে, ভারতদেশের 'প্রস্তাবনা' মানে preamble কে আবশ্যিক করে দেখানো হোক।

No comments:

Post a Comment

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই