সেই বেরোচ্ছি বার বার।
চলছি নানা রাস্তায়। ঢুকে যাচ্ছি সেই।
পুড়ছি, বুজে গলছি, আবার হেসে চলছি।
কত খানা খন্দ, অলি গলি।
রাত দিন, পিছু টান সে অলী।
চলি চলি করেও মন পড়ে রয়।
বলি বলি করেও, অশান্ত পরাজয়।
হেরেছি ত বারবার। তবু ত চলছি।
মন টাও বুজিয়ে, পুড়িয়ে দিতে চাইছো।
জন্মাচ্ছি যে শত শত, তাই আজো হাসছি।
আবার,
জাগিয়ে বলে দিচ্ছো, কোন টা জয় পরাজয়।
এমন টাও হয়,
সন্দেহ নেই, এযে পরমানন্দ, মানুষেরই জন্য।
চুমো দাও বলো, ধন্য।
এত যে সুখের বেশি পাবার জন্য।
বুঝিয়েছো বার বার, নিয়েছি কত টা,
দিয়েছি বার বার, গুনতে পারো নি।
আলোটা বৃথাই জ্বেলে ছিলাম।
আলো টা কেন হয় নি,
হাসতেও যে পারো নি, এড়িয়েছো বার বার
এমন টাই হয়, হয় না?
তবু তোমারই হলাম।
সন্দেহ না থাকলে,
এ মানুষ জন্ম, বৃথা কেন হয়? চলো দেখি,
একটু অন্য ভাবে, অন্য চোখে বুঝি,
আর
সারা পৃথিবী রামধনু আমার দেশেই দেখতে আসে।
দেখেছি সে রামধনু আমারি আকাশে,
এ মাটিতে জলে তে ওই বাতাসে,
দ্যাখো কত যাত্রী, ভ্রমনার্থী
তে মিলেছে এ ধরিত্রী।
তুমি হাসো, আমি হাসি, ওরা হাসে।
এসো না এ অবাক দেশে।
আরো বেশি রঙ ঢালো না কেন,
তোমার বেশে?
রঙীন হবার পণ নিয়েছি,
রঙীন করেই যাবো যে
নিরুদ্দেশে।
চলছি নানা রাস্তায়। ঢুকে যাচ্ছি সেই।
পুড়ছি, বুজে গলছি, আবার হেসে চলছি।
কত খানা খন্দ, অলি গলি।
রাত দিন, পিছু টান সে অলী।
চলি চলি করেও মন পড়ে রয়।
বলি বলি করেও, অশান্ত পরাজয়।
হেরেছি ত বারবার। তবু ত চলছি।
মন টাও বুজিয়ে, পুড়িয়ে দিতে চাইছো।
জন্মাচ্ছি যে শত শত, তাই আজো হাসছি।
আবার,
জাগিয়ে বলে দিচ্ছো, কোন টা জয় পরাজয়।
এমন টাও হয়,
সন্দেহ নেই, এযে পরমানন্দ, মানুষেরই জন্য।
চুমো দাও বলো, ধন্য।
এত যে সুখের বেশি পাবার জন্য।
বুঝিয়েছো বার বার, নিয়েছি কত টা,
দিয়েছি বার বার, গুনতে পারো নি।
আলোটা বৃথাই জ্বেলে ছিলাম।
আলো টা কেন হয় নি,
হাসতেও যে পারো নি, এড়িয়েছো বার বার
এমন টাই হয়, হয় না?
তবু তোমারই হলাম।
সন্দেহ না থাকলে,
এ মানুষ জন্ম, বৃথা কেন হয়? চলো দেখি,
একটু অন্য ভাবে, অন্য চোখে বুঝি,
আর
সারা পৃথিবী রামধনু আমার দেশেই দেখতে আসে।
দেখেছি সে রামধনু আমারি আকাশে,
এ মাটিতে জলে তে ওই বাতাসে,
দ্যাখো কত যাত্রী, ভ্রমনার্থী
তে মিলেছে এ ধরিত্রী।
তুমি হাসো, আমি হাসি, ওরা হাসে।
এসো না এ অবাক দেশে।
আরো বেশি রঙ ঢালো না কেন,
তোমার বেশে?
রঙীন হবার পণ নিয়েছি,
রঙীন করেই যাবো যে
নিরুদ্দেশে।
No comments:
Post a Comment