আমি দেশ কে দেখচি।
ওরা প্রধানমন্ত্রী দেখচে,
আমি মানুষ দেখছি,
ওরা দল দেখছে,
আমি খিদে দেখচি,
ওরা হাসছে দেখচি,
আমি, মৃত সৈন্য দেখচি।
ওরা বাঘ দেখচে,
আমি গরু মানুষ দেখচি।
ওরা হিন্দু মুসলিম দেখচে,
আমি ইতিহাস দেখচি।
ওরা জনসংখ্যা দেখচে,
আমি শিক্ষা দেখচি।
ওরা কাজ খুঁজছে,
আমি, কাজ দেখচি।
ওরা নষ্ট করছে,
আমি চেষ্টা করছি।
ওরা জিততে চাইছে
আমি জিতিয়ে দিচ্ছি।
ওরা করতে চাইছে,
করতে দিচ্ছি।
ওরা বলতে চাইছে,
বলতে দিচ্ছি,
ওরা সময় চেয়েছে,
সময় দিয়েছি।
ওরা আরো চাইছে,
আরো দিচ্ছি,
ওরা এবারো চাইছে,
তাও দিচ্ছি,
ওরা তৎসত্ত্বেও চাইছে,
তাও দিচ্ছি।
ভাই গো, দেবার দলিলে সই নিয়ে নাও। তোমাকে সব দিলাম। আমাকে চাইলে তাও।
প্লিস ভাই আর চেয়ো না। এবার তোমার সৃষ্টি করার পালা।
ওরা প্রধানমন্ত্রী দেখচে,
আমি মানুষ দেখছি,
ওরা দল দেখছে,
আমি খিদে দেখচি,
ওরা হাসছে দেখচি,
আমি, মৃত সৈন্য দেখচি।
ওরা বাঘ দেখচে,
আমি গরু মানুষ দেখচি।
ওরা হিন্দু মুসলিম দেখচে,
আমি ইতিহাস দেখচি।
ওরা জনসংখ্যা দেখচে,
আমি শিক্ষা দেখচি।
ওরা কাজ খুঁজছে,
আমি, কাজ দেখচি।
ওরা নষ্ট করছে,
আমি চেষ্টা করছি।
ওরা জিততে চাইছে
আমি জিতিয়ে দিচ্ছি।
ওরা করতে চাইছে,
করতে দিচ্ছি।
ওরা বলতে চাইছে,
বলতে দিচ্ছি,
ওরা সময় চেয়েছে,
সময় দিয়েছি।
ওরা আরো চাইছে,
আরো দিচ্ছি,
ওরা এবারো চাইছে,
তাও দিচ্ছি,
ওরা তৎসত্ত্বেও চাইছে,
তাও দিচ্ছি।
ভাই গো, দেবার দলিলে সই নিয়ে নাও। তোমাকে সব দিলাম। আমাকে চাইলে তাও।
প্লিস ভাই আর চেয়ো না। এবার তোমার সৃষ্টি করার পালা।
No comments:
Post a Comment