ঈশারায় তোমাকেই, বলার থাকে,
তোমারো আমাকে, চুপ কথায়।
চুপি চেষ্টা, তেষ্টার সীমানায়, দাঁড়িয়ে
সে বিকেল রাঙিয়ে
না বলা, কত একলা ভাঙিয়ে
সন্ধে ধুলো,ঝড় হয়ে সয়ে
গোলাপি অস্তে সীমানা ছুঁলো
আকাশি রঙিন, অন্তবিহীন,
খসে হারিয়ে, তারাদের চেনালো।
সে ছবি আঁকি, রচনা করি, দিনে রাতে,
পাশ ফিরে, দেখি সময়ের হাতে,
আঁকা, টানটান উত্তেজনার মানরেখা,
ঘুরে টুরে, ইচ্ছে হলে, মন মেলে দেখা,
প্রশ্ন উত্তরে আসলে, বৈচিত্র্যময় একা!
রেখেছো কি আমার ফুলের মত চিঠি গুলো?
কতবার তো এলোমেলো,
উড়ে ঘুরে মরে, জমকালো হাতে, বলো!
বলার থাকেই। ঈশারায় তোমাকে!
তোমারো আমাকে, চুপ কথায়।
চুপি চেষ্টা, তেষ্টার সীমানায়, দাঁড়িয়ে
সে বিকেল রাঙিয়ে
না বলা, কত একলা ভাঙিয়ে
সন্ধে ধুলো,ঝড় হয়ে সয়ে
গোলাপি অস্তে সীমানা ছুঁলো
আকাশি রঙিন, অন্তবিহীন,
খসে হারিয়ে, তারাদের চেনালো।
সে ছবি আঁকি, রচনা করি, দিনে রাতে,
পাশ ফিরে, দেখি সময়ের হাতে,
আঁকা, টানটান উত্তেজনার মানরেখা,
ঘুরে টুরে, ইচ্ছে হলে, মন মেলে দেখা,
প্রশ্ন উত্তরে আসলে, বৈচিত্র্যময় একা!
রেখেছো কি আমার ফুলের মত চিঠি গুলো?
কতবার তো এলোমেলো,
উড়ে ঘুরে মরে, জমকালো হাতে, বলো!
বলার থাকেই। ঈশারায় তোমাকে!
No comments:
Post a Comment