West bengal Important Links

আনন্দবাজার পত্রিকা http://www.anandabazar.com/ *********এই সময় http://eisamay.indiatimes.com/ *********বর্তমানhttp://www.bartamanpatrika.com/ ********* সংবাদ প্রতিদিনhttp://www.sangbadpratidin.in/ ********* আজকালhttp://www.aajkaal.net/ ********* এবেলাhttp://www.ebela.in/
********* কর্ম সংস্থানhttp://www.karmosangsthan.com/ ********* কর্মক্ষেত্রhttp://www.ekarmakshetra.com/ ********* ফ্রেশারসওয়ার্ল্ডhttp://www.freshersworld.com/ *********টোয়েটি নাইনটিনhttp://www.twenty19.com/ ********* ভ্রমণhttp://www.bhraman.com/ ********* উইকিপিডিয়াতে বাংলাhttp://en.wikipedia.org/wiki/Bengali_language

Friday, February 28, 2020


অথচ রাজনীতি বলতে আমি, বুঝি বা কত টুকু? সেটাই বুঝে উঠতে পারছি না।
হতে পারে, অতি সামাণ্যই বুঝি। দেখেছি উলু খাগড়ার প্রাণ যেতে। এতেও কি সাধারণ মানুষ সেই হাসি হাসে? তাও মানুষ রাজনীতি ভালবাসে।
কারণ যে, বেশি করে সাধারণ মানুষের ওঠাপড়ার কথাই লেখা থাকে। থাকে ভাল মানুষের বাস্তব জীবন চটকে চ +  চটকদারের বাংলো, চাড়ুকারিতা বা উচ্ছিন্নবৃত্তি। এটা বা এগুলোই মনে লাগে। তাই এ ক্লাসে সবাই ভর্ত্তী  হয় না।
একে অজ পাড়া গাঁ। তায় ধুলো, ফুল, পুকুর মাঠ গাছের দেশ।  উপরি আছে সেই হাফ প্যান্টুলুনে ছাত্রদের জ্ঞানভান্ডার।
তবে তা থেকেই যখন রাশি রাশি তথ্য ফল্গুধারার ন্যায়। শ্রেনি কক্ষ ভেসে গেল। ভৌগলিক স্যার অফিসঘরে এসে কাতর কন্ঠে , বিষ শুধু বিষ দাও, অমৃত চাই না।।
'হেড স্যারঃ তোমরা টিফিনে আমার ঘরে আইসো।'  আসতেই, উনি হাতেকলমে সরু লিকলিকে কঞ্চির কার্যকারিতা কি। বুঝিয়ে দিলেন।  সেটা অন্য কথা।
মানে এলাস্টিসিটি নিয়ে পরে আলোচনা হবে। পদার্থ বলে কথা। তবে স্বর্নালী কথা, যাই হোক।
আর, বাড়ি আসতে রক্তিম আভা
দেখে বুঝলাম,  পশ্চাদঅগ্র ভেবে কাজ করতে হয়।
আমি কিন্তু এগুলো কে মেলাতে পারি। অনেকে এসব নিয়ে ভালই খেলেও দ্যায়। কিন্তু ঠাকুর যে বলেছিলেন, মেলাবে মিলিবে, তবেই না। কিন্তু মানায় না। সত্যি বলছি।  আমি লেখা টার কথা বলছি।
আসলে,
অনেক দিন আগে থেকে আপ সরকার দিল্লী তে প্রশাষনিক ক্ষমতার রদবদল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। দিল্লীর দাম্গায় এবার সামাণ্য রদবদল হতেই হবে।
বা ধরুন পশ্চিমবঙ্গ কে বাংলা করতে হবে। না না, এটা এখানে বেমানান।
তবে, কলকাতার পুরো ভোট আলোচনা। আনতে পারি। আনবো না। ইচ্ছে।
এই দেখুন না,  দোতলা ট্রাম এসে গেছে। কোলা খেতে খেতে লন্ডনী হাওয়ায় সেই কাছের মানুষটার বুকে মাথা রেখে চামর দোল...  খেতে একটু কিন্তু অপেক্ষা করতেই হবে।
তা একটু খোলা মেলা হলে ভালো হত না কি? কালো কালো কাচের ভেতর ভাল করে ভেতর টা তো দেখাই যাচ্ছে না।
আপনার বাড়িতে একটা ঘরে আগুন জ্বলছে। আর আপনি আরেক টা ঘরে অতিথি সৎকার করছেন। পারবেন তো? সইতেই পারে। মহান মানুষ দের এসব কতকিছু সইতে হয়।
আর এমন টা ত হয়েই থাকে। বড় বড় দেশের কেসে অক্লেশে এসব ছোট ছোট ব্যাপার হয়েই থাকে।
আর হ্যাঁ যদি ভালো ব্যাবসা চান। পারতে আপনাকে হবেই।  আরো ভালো বড় ব্যাবসা। হ্যাঁ ব্যবসাই তো।
কিন্তু নিজের কাছের মানুষ,  দেশের মানুষের জন্যই তো শপথ নিয়েছিলেন? শপথ টা অবশ্যই ভারত মাতার জন্য। ভারত মাতার সন্তান নাগরিক দের জন্য। পৃথিবীতে ৫০% গো মাংস সরবরাহকারি সেই ভারতবর্ষের জন্য।
আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পের নিজের দেশে এটা হলে, অতিথি সৎকার ক্যামন হত। হত কি? একটু ভাবুন। আরো ভাবুন।
গান্ধীজীর মত লোক টোক আর বেঁচে নেই। আমরা তো আছি। জগদ্দল কাঁকিনাড়া তো আছে। এসব ভেবে কিন্তু প্লিস মস্করা করবেন না।
ভেবে দেখুন,
ফুল ফোটে, ফোটার শব্দ হয় না। শরীর থেকে রক্ত ছুটলে তার ও শব্দ নেই। মন জুড়লে ভাঙলে তারই বা শব্দ কোথায়? কিন্তু এগুলোয় অনেক কিছু এসে যায়। মন বলে বস্তুটায় দাগ হয়ে যায়।
তবে লিখে রেখে দিন। একদিন প্রধাণ আবার কাঁদবেন। যেমন টা সাফাইওলার পা মুছে দিয়েছিলেন। বা চৌকিদার হয়ে ওঠা। অনেক টা ত্যামনি। আসলে এগুলো করতে হয়। সবাই কেই করতে হয়। একটু রকম ফের। এই আর কি। সাধারণ মানুষ কঠিন বুলি বোঝে না। তাই ঝুলি থেকে নিত্যনতুন লজেন টজেন। দেখুন না গুটি কয়েক রাজ্যে হিন্দুর বাস। ওরা ওখানে সংখ্যালঘু। নাহঃ সে আলোচনা এখন থাক।বিশ্বাস টাই যখন সব। আর আমাদের সেই গৌরবময় অতীত।  যা ঠাকুমা শুনিয়েছিলেন। সেই মন কাড়া রূপকথার গল্প গুলো। আসলে, এসব অতীত বড্ড অতীত। কিন্তু একটু অনুগ্রহ করে ভাবুন,  যেগুলো  হতে দেওয়া হচ্ছে, হয়ে যাচ্ছে, তার অংশীদার কিন্তু আমরা সবাই। কোনো না কোনো ভাবে। ভাব সম্প্রসারণ  করাটা এজন্যও হয়ত শেখানো হয়েছিল।

No comments:

Post a Comment

Blog Archive

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে

নিজের ডিভাইস কে ভাইরাস মুক্ত করতে
ক্যাসপারস্কাই