মুসাফিরঃ
তোমার গল্প,
মুছে জেতে জেতেও যে মুছে যাচ্ছে না,
দিন আসছে, তাও সে ভোর হয়ে যাচ্ছে না।
সেটাই বা ক'জন,
সেজন, ভেবে পেরেছিল?
ভাবতে পারছে না।
এশর্ত বসন্তের ছিল,
মুকুল থেকে সবুজ পাতা ডুবে ছিল।
অনুরাগে, শাহিনবাগে, আজ আর ক'জন জাগে? ক'দিন জাগে?
কোন ভাগে, সময় কে বলেছি, প্রতিশ্রুতি,
বা আকুতি
মানে, আমরা কিন্তু হারছি না,
আর হারবো বলে বলছি না,
হেরেছি বলেই যে
এ লড়াই চালাচ্ছি,
বা লড়তে হবে তাই লড়ছি না,
আসলে অভ্যাসে অধিকার, অধিকার ছাড়া পিছু হটছি না।
হঠাতে কেউ পারবে না।
ভোর হতে গিয়েও তাই হবে না।
এমন সত্যি কেউ বলবে না।
আমরা পিছু হটছি না। হটব না।
মন দষার ব্যাপার, মনন নিয়ে গল্প, শেষ টা না দেখে ছাড়ছি না।
তোমার গল্প,
মুছে জেতে জেতেও যে মুছে যাচ্ছে না,
দিন আসছে, তাও সে ভোর হয়ে যাচ্ছে না।
সেটাই বা ক'জন,
সেজন, ভেবে পেরেছিল?
ভাবতে পারছে না।
এশর্ত বসন্তের ছিল,
মুকুল থেকে সবুজ পাতা ডুবে ছিল।
অনুরাগে, শাহিনবাগে, আজ আর ক'জন জাগে? ক'দিন জাগে?
কোন ভাগে, সময় কে বলেছি, প্রতিশ্রুতি,
বা আকুতি
মানে, আমরা কিন্তু হারছি না,
আর হারবো বলে বলছি না,
হেরেছি বলেই যে
এ লড়াই চালাচ্ছি,
বা লড়তে হবে তাই লড়ছি না,
আসলে অভ্যাসে অধিকার, অধিকার ছাড়া পিছু হটছি না।
হঠাতে কেউ পারবে না।
ভোর হতে গিয়েও তাই হবে না।
এমন সত্যি কেউ বলবে না।
আমরা পিছু হটছি না। হটব না।
মন দষার ব্যাপার, মনন নিয়ে গল্প, শেষ টা না দেখে ছাড়ছি না।
No comments:
Post a Comment